Ajker Patrika

একযোগে পদত্যাগ করলেন ঢাবি ছাত্র অধিকারের নেতারা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১৮: ০৪
একযোগে পদত্যাগ করলেন ঢাবি ছাত্র অধিকারের নেতারা

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের ওপর গণ অধিকার পরিষদের লেজুড়বৃত্তির অভিযোগ এনে একযোগে পদত্যাগ করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নেতা-কর্মীরা। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ঘোষণা দেন ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় সাধারণ সম্পাদক আহনাফ সাইদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুমসহ বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন। কোনো প্রকার দলীয় লেজুড়বৃত্তি না করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকাই ছিল যার অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। সংগঠন প্রতিষ্ঠার ঘোষণাপত্র, গঠনতন্ত্রের প্রস্তাবনা ও অনুচ্ছেদের (লক্ষ্য ও উদ্দেশ্য) ১ নম্বর ধারায় দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন ধারায় ছাত্ররাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রদের যৌক্তিক দাবি ও ন্যায়সংগত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার কথা বলা হয়েছে। চলতি মাসের ১০ তারিখে ঘোষণাপত্র, গঠনতন্ত্রের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮-এর ১ নম্বর ধারা লঙ্ঘন করে সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক গণ অধিকার পরিষদের লেজুড়বৃত্তি করার অভিযোগ উত্থাপন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। লিখিত অভিযোগ জানায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ।

সজীব আরও বলেন, ‘গঠনতন্ত্র লঙ্ঘন করায়, গঠনতান্ত্রিকভাবে তাঁদের পদ শূন্য হলেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব। অভিযোগ-পরবর্তী দীর্ঘ দুই সপ্তাহেও কেন্দ্রীয় পরিষদ ওই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। যার পরিপ্রেক্ষিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার ঘোষণাপত্র ও ছাত্র সমাজের প্রতি প্রতিশ্রুত আদর্শের বিচ্যুতি ঘটেছে বলে মনে করি। এমতাবস্থায় লেজুড়বৃত্তিহীন ছাত্ররাজনীতি প্রতিষ্ঠার আদর্শ ও প্রতিশ্রুতিবদ্ধ আমরা (ঢাবি শাখা) একযোগে পদত্যাগ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত