নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিরোধীদের কারাগারে বন্দী করে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা আতঙ্কে ভুগছেন। কারণ তিনি জানেন যে, তাঁর জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানারকম, কারাগারে বন্দী করে রাখা, আয়নাঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেধড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন আমরা দেখছি।’
রিজভী বলেন, ‘সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন-নির্যাতন করুক, একদিন এর বিচার হবেই। যেসব অন্যায় করা হচ্ছে তার রেকর্ড আছে। এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন-নির্যাতন করেছে, যারা খুন করেছে, কোনোটাই বাদ যাবে না, বিচার হবেই, তাঁদের শেষ রক্ষা হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আপনি এক অনুষ্ঠানে বলেছেন, আমি জনগণের মাছ-ভাতের ব্যবস্থা করেছি। বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চটের ব্যাগ নিয়ে কারওয়ান বাজার-ফকিরাপুল বাজারে কোনো দিন জিনিসপত্র কিনতে গেছেন? একজন রিকশাচালক, টেম্পোচালক, সিএনজিচালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী।’
জিয়া প্রজন্ম দলের সভাপতি পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
বিরোধীদের কারাগারে বন্দী করে সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, ‘আমার মনে হয় প্রধানমন্ত্রী একটা আতঙ্কে ভুগছেন। কারণ তিনি জানেন যে, তাঁর জনসমর্থন নেই। জনসমর্থন না থাকলে সেই সরকার প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে ওঠে এবং জনগণের আওয়াজ পেলেই নির্মমভাবে সেটাকে দমন করে। সেই দমনের প্রক্রিয়া নানারকম, কারাগারে বন্দী করে রাখা, আয়নাঘর তৈরি করা, রাস্তাঘাটে সন্ত্রাসী লেলিয়ে দেওয়া, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেধড়ক মারপিট করা, এসব চলে। সেই বিষয়গুলো এখন আমরা দেখছি।’
রিজভী বলেন, ‘সরকার যতই বিরোধীদের ওপর নিপীড়ন-নির্যাতন করুক, একদিন এর বিচার হবেই। যেসব অন্যায় করা হচ্ছে তার রেকর্ড আছে। এই সরকারের পতনের সঙ্গে সঙ্গে যারা অন্যায় করেছে, যারা বাসে আগুন দিয়েছে, যারা মানুষকে গুম করেছে, যারা নিপীড়ন-নির্যাতন করেছে, যারা খুন করেছে, কোনোটাই বাদ যাবে না, বিচার হবেই, তাঁদের শেষ রক্ষা হবে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়। জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
প্রধানমন্ত্রীর এক বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আপনি এক অনুষ্ঠানে বলেছেন, আমি জনগণের মাছ-ভাতের ব্যবস্থা করেছি। বিএনপির আমলে নাকি এগুলোর ব্যবস্থা ছিল না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি কি চটের ব্যাগ নিয়ে কারওয়ান বাজার-ফকিরাপুল বাজারে কোনো দিন জিনিসপত্র কিনতে গেছেন? একজন রিকশাচালক, টেম্পোচালক, সিএনজিচালক, একজন নিম্ন আয়ের মানুষ, একজন কেরানি বাজারে গিয়ে মাছ কিনতে পারছে না, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, সেটি তো আপনি দেখেননি প্রধানমন্ত্রী।’
জিয়া প্রজন্ম দলের সভাপতি পারভীন কাওসার মুন্নীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।
কয়েকজন নেতার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত এই দলটির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেমনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১৫ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে