Ajker Patrika

ছবিতে ছবিতে পাকিস্তানের বিধ্বস্ত হওয়ার গল্প

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৫৯
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই পাকিস্তানকে পরাস্ত করেছে নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই পাকিস্তানকে পরাস্ত করেছে নিউজিল্যান্ড। ছবি: ক্রিকইনফো

ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—করাচিতে গতকাল কোনো বিভাগেই নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩২০ রান করেছে কিউইরা। নিউজিল্যান্ডের দুই ব্যাটার উইল ইয়াং (১০৭), টম ল্যাথাম (১১৮*) সেঞ্চুরি করে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। ৩২১ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান ৪৭.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায়। চলুন দেখে নিই ছবিতে ছবিতে পাকিস্তানের ৬০ রানে হারের ম্যাচে কী কী ঘটেছে।

২০১৭ সালে সরফরাজ আহমেদ (ডানে) নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। করাচিতে গতকাল  পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে এসেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি (বাঁয়ে), তাঁর কন্যা (মাঝে) ও সরফরাজ। ছবি: এএফপি
২০১৭ সালে সরফরাজ আহমেদ (ডানে) নেতৃত্বেই চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল পাকিস্তান। করাচিতে গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ শুরুর আগে এসেছিলেন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি (বাঁয়ে), তাঁর কন্যা (মাঝে) ও সরফরাজ। ছবি: এএফপি
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে দেখা যায় যুদ্ধবিমানের মহড়া। শেরদিল অ্যারোবেটিকস টিম চালিয়েছিল এই মহড়া। ছবি: এএফপি
পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আট বছর পর শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। টুর্নামেন্ট শুরুর আগে দেখা যায় যুদ্ধবিমানের মহড়া। শেরদিল অ্যারোবেটিকস টিম চালিয়েছিল এই মহড়া। ছবি: এএফপি
১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ওটাই ছিল পাকিস্তানের মাঠে সবশেষ কোনো আইসিসি ইভেন্ট। ২৯ বছরের দীর্ঘ বিরতির পর বৈশ্বিক ইভেন্ট হওয়ায় দেশটিতে এখন উৎসবের আমেজ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ভক্ত-সমর্থকেরা উপভোগ করেছেন। ছবি: এএফপি
১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ওটাই ছিল পাকিস্তানের মাঠে সবশেষ কোনো আইসিসি ইভেন্ট। ২৯ বছরের দীর্ঘ বিরতির পর বৈশ্বিক ইভেন্ট হওয়ায় দেশটিতে এখন উৎসবের আমেজ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ ভক্ত-সমর্থকেরা উপভোগ করেছেন। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখর জামানকে। ফিল্ডিংয়ে তাই বেশি সময় দিতে পারেননি। ব্যাটিংয়ে ওপেনিংয়ের পরিবর্তে নামতে হয়েছে চার নম্বরে। অনভ্যস্ত পজিশনে নেমে করেছেন ৪১ বলে ২৪ রান। ছবি: এএফপি
নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখর জামানকে। ফিল্ডিংয়ে তাই বেশি সময় দিতে পারেননি। ব্যাটিংয়ে ওপেনিংয়ের পরিবর্তে নামতে হয়েছে চার নম্বরে। অনভ্যস্ত পজিশনে নেমে করেছেন ৪১ বলে ২৪ রান। ছবি: এএফপি
৪৯ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন খুশদিল শাহ। মেরেছেন ১০ চার ও ১ ছক্কা। তবে তাঁর এই বিস্ফোরক ব্যাটিং পাকিস্তানের হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। ছবি: এএফপি
৪৯ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন খুশদিল শাহ। মেরেছেন ১০ চার ও ১ ছক্কা। তবে তাঁর এই বিস্ফোরক ব্যাটিং পাকিস্তানের হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। ছবি: এএফপি
২ বছরেরও বেশি সময় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথাম। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। ছবি: এএফপি
২ বছরেরও বেশি সময় ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন টম ল্যাথাম। ওয়ানডেতে এটা তাঁর অষ্টম সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১০৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৮ রান করে হয়েছেন ম্যাচসেরা। ছবি: এএফপি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত