Ajker Patrika

আসুক সম্প্রীতির বারতা

সম্পাদকীয়
আসুক সম্প্রীতির বারতা

নতুন বছরে প্রবেশ করলাম আমরা। পৃথিবীব্যাপী বসবাসরত নানা জনগোষ্ঠী যেমন নতুন বছরকে উৎসবের মাধ্যমে বরণ করে নেয়, তেমনি বাঙালিও নানা আনন্দ-আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। একটি নতুন আশা, উদ্দীপনা নিয়ে যাত্রা শুরু হয় বছরের প্রথম দিনটিতে।

ইতিহাস মতে, ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় থেকে হিজরি পঞ্জিকা অনুযায়ী কৃষিপণ্যের খাজনা আদায় করা হতো। কিন্তু হিজরি সাল চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় কৃষি উৎপাদনের সঙ্গে এর কোনো মিল পাওয়া যেত না। আর সেই সমস্যার সমাধানে মোগল সম্রাট আকবর বাংলায় বর্ষপঞ্জি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেন। সেই সময় সৌরবছর ও হিজরি সালের মধ্যে সমন্বয় করে নতুন বাংলা সনের নিয়ম চালু হয়।

পুণ্যাহ, হালখাতা, বৈশাখী মেলায় রঙিন হয়ে উঠেছিল আমাদের নববর্ষ। এরপর পাকিস্তান আমলে বাঙালি সংস্কৃতি দমিয়ে রাখার একটা অপচেষ্টা চালিয়েছিল শাসকগোষ্ঠী। তাদের পক্ষ থেকে রবীন্দ্রনাথকে বর্জনের হুমকি দেওয়া হয়েছিল। এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে ১৯৬৭ সালে ‘ছায়ানট’ প্রথম ঢাকার রমনা পার্কে পয়লা বৈশাখ বর্ষবরণ উৎসব পালনের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় এখন এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পরেও বিভিন্ন সময়ে এটাকে হিন্দুয়ানি অপসংস্কৃতি ট্যাগ দেওয়ার অপচেষ্টা দেখা গেছে। কিন্তু এ দেশের অধিকাংশ অসাম্প্রদায়িক চিন্তার মানুষ এসব অপচেষ্টা রুখে দিয়ে বর্ষবরণ পালন করে আসছে।

কৃষিকাজ ও খাজনা সংগ্রহের সঙ্গে পয়লা বৈশাখ উদ্‌যাপিত হলেও কয়েক বছর ধরে এই উৎসবকে কেন্দ্র করে নতুন ধরনের আমেজ যুক্ত হয়েছে। পয়লা বৈশাখ কেবল সামাজিক-সাংস্কৃতিক উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর সঙ্গে অর্থনীতিরও নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। এখন তো পয়লা বৈশাখ মানে নতুন জামা-কাপড় পরার প্রচলন ব্যাপকভাবে হচ্ছে শহর থেকে গ্রাম পর্যন্ত। এটা আমাদের দেশের অর্থনীতিতেও নতুন মাত্রা যোগ করেছে। এই উৎসব শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিরা উৎসব-আনন্দের মাধ্যমে পালন করে থাকে। একই সময়ে দেশের পার্বত্য জেলাগুলোতে উদ্‌যাপিত হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈসাবি উৎসব। এই উৎসবে পাহাড়ের মানুষও আনন্দে মেতে ওঠে।

আমাদের প্রত্যাশা, পয়লা বৈশাখ জাগ্রত করবে আমাদের শান্তি ও সম্প্রীতির চেতনা। ধর্ম-বর্ণ, ধনী-দরিদ্র, জাতিগোষ্ঠী-নির্বিশেষে সবার অন্তরে বাংলা নববর্ষ নতুন করে দোলা দিক।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অগ্নিস্নানে শুচি হোক ধরা’—এই চিরন্তন আকাঙ্ক্ষা এ বছরের পয়লা বৈশাখের মতো ধর্ম-মত-পথনির্বিশেষে সব বাংলাদেশির হৃদয়ে দোলা দেবে বলে আমরা বিশ্বাস করি। সব ধর্মের মানুষের মিলনের উৎসব বাংলা নববর্ষ। পয়লা বৈশাখের এই মহিমা অটুট থাকুক। ধর্মীয় সংকীর্ণতা, সাম্প্রদায়িকতার রক্তচক্ষু উপেক্ষা করে সবাই মাতুক উৎসবের আনন্দে। আমাদের প্রত্যাশা, নতুন বছরের নতুন সূর্যোদয় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজের জন্যও নতুন সম্ভাবনা নিয়ে আসবে।

বাংলা নববর্ষে আজকের পত্রিকার পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত