সম্পাদকীয়
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ কবে ফিরে আসবে, সেটা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নানা কারণে একের পর এক বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা ২৯ দিনের আন্দোলনের পর উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ তৌফিক আলম। এতে কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছুটা স্বস্তি ফিরবে? চাপের মুখে উপাচার্য পরিবর্তনে কি শিক্ষা-সংকট মিটবে?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন মাস ধরে চলছে অস্থিরতা। ঢাকার প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার পর বন্ধ হয়ে গেছে ক্লাস-পরীক্ষা। উত্তপ্ত হয়ে আছে পুরো ক্যাম্পাস। একটানা প্রতিবাদ, গণজমায়েত, মিছিল। একই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। ছাত্রদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারা—এসব ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ আর শুধু পড়াশোনার জায়গা নয়, বরং ক্ষমতা ও প্রতিরোধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ঘটায়নি, ছাত্রদের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে। সংগঠিত হলে তাঁরা অনেক কিছু পাল্টে দিতে পারেন—এই উপলব্ধি একদিকে যেমন রাজনৈতিক সচেতনতা ও শক্তি, অন্যদিকে কখনো কখনো তা হয়ে উঠছে লাগামহীন প্রত্যাখ্যানের প্রবণতা। ছাত্রদের একটি অংশ আজ কোনো নিয়ম কিংবা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মানতে চায় না।
দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের অবহেলা, সংস্কারহীনতা, রাজনৈতিক হস্তক্ষেপ ও দায়িত্বহীন প্রশাসনিক আচরণই এই অস্থিরতার পেছনে প্রধান কারণ। সংকট তীব্র হলে উপাচার্য বদল, সাময়িক প্রতিশ্রুতি—এসব হয়তো আগুন নিভিয়ে রাখে কিছুদিন, কিন্তু চুল্লিতে জমা পড়ে থাকা ক্ষোভ একসময় আবার বিস্ফোরিত হয়।
দেশের কোথাও এখন আর স্থায়ী শান্তি নেই শিক্ষাঙ্গনে। অথচ পড়াশোনা, গবেষণা, জ্ঞানচর্চা—এসবই শিক্ষার মূল ভিত্তি। সব জায়গায় সংস্কারের কথা শোনা যায়—প্রশাসনিক, অর্থনৈতিক, এমনকি রাজনৈতিক সংস্কারের কথাও বহুল শ্রুত। কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে কোনো সিরিয়াস পদক্ষেপ চোখে পড়ে না।
কোথাও কি জাতীয়ভাবে আলোচনা হচ্ছে—আমরা কেমন শিক্ষা চাই? শিক্ষার লক্ষ্য কী? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কী রকম নাগরিক তৈরি করবে? এসব প্রশ্নের উত্তর না খুঁজে
আমরা শুধু আগুন নেভাচ্ছি, সমস্যার শিকড় উপড়ে ফেলছি না।
আজ প্রয়োজন সাহসী, দূরদর্শী সিদ্ধান্ত। শিক্ষাঙ্গনকে শিক্ষার জায়গা করে তুলতে হবে। রাজনৈতিক সচেতনতার সঙ্গে মেধা, যুক্তি, চিন্তা ও সংলাপের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী-প্রশাসন—সব পক্ষকে নিয়ে একটি জাতীয় সংলাপ জরুরি।
না হলে আজ বরিশাল, কাল খুলনা, পরশু ঢাকা—এই স্রোত একদিন কোথায় গিয়ে ঠেকবে, আমরা কেউ জানি না। হয়তো সেদিন ‘শিক্ষা’ শব্দটাই মুছে যাবে আমাদের অভিধান থেকে। এখনই সময় জেগে ওঠার, শিক্ষা নিয়ে ভাবার এবং ভাবনা থেকে কাজ শুরু করার।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ কবে ফিরে আসবে, সেটা এক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। নানা কারণে একের পর এক বিশ্ববিদ্যালয় অস্থির হয়ে উঠছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে টানা ২৯ দিনের আন্দোলনের পর উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ তৌফিক আলম। এতে কি বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছুটা স্বস্তি ফিরবে? চাপের মুখে উপাচার্য পরিবর্তনে কি শিক্ষা-সংকট মিটবে?
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন মাস ধরে চলছে অস্থিরতা। ঢাকার প্রাণকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার পর বন্ধ হয়ে গেছে ক্লাস-পরীক্ষা। উত্তপ্ত হয়ে আছে পুরো ক্যাম্পাস। একটানা প্রতিবাদ, গণজমায়েত, মিছিল। একই চিত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ‘কমপ্লিট শাটডাউন’ চলছে। ছাত্রদের তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও, তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারা—এসব ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ আর শুধু পড়াশোনার জায়গা নয়, বরং ক্ষমতা ও প্রতিরোধের রণক্ষেত্রে পরিণত হয়েছে। জুলাই-আগস্টের ছাত্র অভ্যুত্থান শুধু একটি সরকারের পতন ঘটায়নি, ছাত্রদের মনোজগতে গভীর প্রভাব ফেলেছে। সংগঠিত হলে তাঁরা অনেক কিছু পাল্টে দিতে পারেন—এই উপলব্ধি একদিকে যেমন রাজনৈতিক সচেতনতা ও শক্তি, অন্যদিকে কখনো কখনো তা হয়ে উঠছে লাগামহীন প্রত্যাখ্যানের প্রবণতা। ছাত্রদের একটি অংশ আজ কোনো নিয়ম কিংবা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা মানতে চায় না।
দেশের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের অবহেলা, সংস্কারহীনতা, রাজনৈতিক হস্তক্ষেপ ও দায়িত্বহীন প্রশাসনিক আচরণই এই অস্থিরতার পেছনে প্রধান কারণ। সংকট তীব্র হলে উপাচার্য বদল, সাময়িক প্রতিশ্রুতি—এসব হয়তো আগুন নিভিয়ে রাখে কিছুদিন, কিন্তু চুল্লিতে জমা পড়ে থাকা ক্ষোভ একসময় আবার বিস্ফোরিত হয়।
দেশের কোথাও এখন আর স্থায়ী শান্তি নেই শিক্ষাঙ্গনে। অথচ পড়াশোনা, গবেষণা, জ্ঞানচর্চা—এসবই শিক্ষার মূল ভিত্তি। সব জায়গায় সংস্কারের কথা শোনা যায়—প্রশাসনিক, অর্থনৈতিক, এমনকি রাজনৈতিক সংস্কারের কথাও বহুল শ্রুত। কিন্তু শিক্ষা সংস্কার নিয়ে কোনো সিরিয়াস পদক্ষেপ চোখে পড়ে না।
কোথাও কি জাতীয়ভাবে আলোচনা হচ্ছে—আমরা কেমন শিক্ষা চাই? শিক্ষার লক্ষ্য কী? আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কী রকম নাগরিক তৈরি করবে? এসব প্রশ্নের উত্তর না খুঁজে
আমরা শুধু আগুন নেভাচ্ছি, সমস্যার শিকড় উপড়ে ফেলছি না।
আজ প্রয়োজন সাহসী, দূরদর্শী সিদ্ধান্ত। শিক্ষাঙ্গনকে শিক্ষার জায়গা করে তুলতে হবে। রাজনৈতিক সচেতনতার সঙ্গে মেধা, যুক্তি, চিন্তা ও সংলাপের চর্চাকেন্দ্রে পরিণত করতে হবে। শিক্ষক-শিক্ষার্থী-প্রশাসন—সব পক্ষকে নিয়ে একটি জাতীয় সংলাপ জরুরি।
না হলে আজ বরিশাল, কাল খুলনা, পরশু ঢাকা—এই স্রোত একদিন কোথায় গিয়ে ঠেকবে, আমরা কেউ জানি না। হয়তো সেদিন ‘শিক্ষা’ শব্দটাই মুছে যাবে আমাদের অভিধান থেকে। এখনই সময় জেগে ওঠার, শিক্ষা নিয়ে ভাবার এবং ভাবনা থেকে কাজ শুরু করার।
মিটফোর্ড এলাকায় একজন ব্যবসায়ীকে জনসম্মুখে পাথর দিয়ে থেঁতলে হত্যা করা হলো। ঘটনাটি যেমন নির্মম, তেমনই মর্মান্তিক। কিন্তু সবচেয়ে বেশি যেটি আঘাত করে, তা হলো—ঘটনার সময় আশপাশে থাকা মানুষের নীরবতা ও নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকা। কেউ বাধা দিল না, কেউ ‘থামো’ বলল না, কেউ ওই বিপন্ন মানুষটার জীবন রক্ষার শেষ
১২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছিলেন, বিএনপি তখন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছিল। তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে তাতে একমত হওয়ার..
১৭ ঘণ্টা আগেআমি তখন ক্লাস টেনের ছাত্র। প্রধান শিক্ষক ডেকে পাঠিয়েছেন শুনে আমি তো রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। এ কে মাহমুদুল হক ছিলেন রাশভারী কিন্তু মজার মানুষ। আবার কড়া বলতে কড়ার গুরু। তিনি ডেকে পাঠাবেন কেন? এই প্রশ্নের জবাব মিলল তাঁর রুমে যাওয়ার পর। হঠাৎ করেই স্কুলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা...
১৯ ঘণ্টা আগেমানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
২০ ঘণ্টা আগে