সম্পাদকীয়
দেশে অপরাধপ্রবণতার ধরন ও কারণ যেমন দিনে দিনে বাড়ছে, তেমনি অপরাধীদের প্রতি আচার-আচরণেও নিষ্ঠুরতার মাত্রা বাড়ছে। মানুষের মধ্যে একদিকে অসততা বাড়ছে, অন্যদিকে দয়ামায়া কমছে।
আগে ছোটখাটো চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে দু-চারটা চড়থাপ্পড় দিয়ে, ভবিষ্যতে আর চুরি না করার জন্য শাসিয়ে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন চোর বা ছিনতাইকারী ধরা পড়লে গণপিটুনি দিয়ে মেরে ফেলার মতো ঘটনা প্রায়ই ঘটছে।
অতি সম্প্রতি নতুন প্রবণতা হলো কাউকে কোনো বিষয়ে সন্দেহ হলেই তাকে শাস্তি দেওয়া। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সন্দেহের বশে শাস্তি দেওয়া গুরুতর অন্যায়। বড় বড় অপরাধ করে কতজন পার পেয়ে যাচ্ছে, অথচ অপরাধ না করেও কারও কারও কপালে জুটছে শাস্তি। আমরা সমাজ থেকে অন্যায়-অনিয়ম-অবিচার দূর করার কথা বলে অন্যায় পথেই হাঁটছি।
আজকের পত্রিকায় শনিবার ‘চুরির অপবাদে পিটিয়ে ক্ষতস্থানে মরিচের গুঁড়া’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। খবর থেকে জানা যাচ্ছে, গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অপবাদে দুই শ্রমিককে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর ক্ষতস্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে নির্যাতন করা হয়েছে। অমানবিক এই নির্যাতনের ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার এক যুবক। নির্যাতনের শিকার মাইনুদ্দিন ও আলমগীর হোসেন শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের ইলেকট্রোস পুলস অ্যাড ট্রাকচার লিমিটেড নামের বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানার শ্রমিক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে পাশাপাশি দুই যুবকের হাত-পা বেঁধে নির্যাতন করা হচ্ছে। পাশে দাঁড়িয়ে একজন নারী শরীরে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দিচ্ছেন। কয়েকজন পাশে দাঁড়িয়ে নির্যাতন করছেন। কেউ কেউ দায় স্বীকার করতে বলেন। যুবক দুজন চিৎকার করছেন। একজন রক্তাক্ত পা ওপরে তোলার পর এক নারী মরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিচ্ছেন। চিৎকার করছেন যুবকেরা। এভাবে নির্যাতনের পরও যুবকেরা বলছেন, গাড়ির বিষয়ে তাঁরা কিছু জানেন না।
বোঝাই যাচ্ছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে এবং এর জন্য দুইজনকে সন্দেহ করে বেদম পেটানো হয়েছে এবং ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁদের যন্ত্রণা দেওয়া হয়েছে। এই অমানবিক কাজে একজন নারীর শরিক হওয়াটাও কম বিস্ময়ের নয়! যাঁর অটোরিকশা চুরি হয়েছে, তাঁর ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে তিনি আইনের আশ্রয় না নিয়ে পরিচিতজনদের সহায়তায় আইন নিজেদের হাতে তুলে নিলেন কেন? সম্ভবত আইন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থাহীনতাই এর কারণ। বিগত দিনে দেশের মধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর সঠিক বিচার হলে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পেলে হয়তো এমনটা ঘটত না।
গাজীপুরের শ্রীপুরের পাশবিক নির্যাতনের ঘটনাটির যথাযথ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কি?
দেশে অপরাধপ্রবণতার ধরন ও কারণ যেমন দিনে দিনে বাড়ছে, তেমনি অপরাধীদের প্রতি আচার-আচরণেও নিষ্ঠুরতার মাত্রা বাড়ছে। মানুষের মধ্যে একদিকে অসততা বাড়ছে, অন্যদিকে দয়ামায়া কমছে।
আগে ছোটখাটো চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে দু-চারটা চড়থাপ্পড় দিয়ে, ভবিষ্যতে আর চুরি না করার জন্য শাসিয়ে ছেড়ে দেওয়া হতো। কিন্তু এখন চোর বা ছিনতাইকারী ধরা পড়লে গণপিটুনি দিয়ে মেরে ফেলার মতো ঘটনা প্রায়ই ঘটছে।
অতি সম্প্রতি নতুন প্রবণতা হলো কাউকে কোনো বিষয়ে সন্দেহ হলেই তাকে শাস্তি দেওয়া। অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সন্দেহের বশে শাস্তি দেওয়া গুরুতর অন্যায়। বড় বড় অপরাধ করে কতজন পার পেয়ে যাচ্ছে, অথচ অপরাধ না করেও কারও কারও কপালে জুটছে শাস্তি। আমরা সমাজ থেকে অন্যায়-অনিয়ম-অবিচার দূর করার কথা বলে অন্যায় পথেই হাঁটছি।
আজকের পত্রিকায় শনিবার ‘চুরির অপবাদে পিটিয়ে ক্ষতস্থানে মরিচের গুঁড়া’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। খবর থেকে জানা যাচ্ছে, গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অপবাদে দুই শ্রমিককে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধরের পর ক্ষতস্থানে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে নির্যাতন করা হয়েছে। অমানবিক এই নির্যাতনের ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার এক যুবক। নির্যাতনের শিকার মাইনুদ্দিন ও আলমগীর হোসেন শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের ইলেকট্রোস পুলস অ্যাড ট্রাকচার লিমিটেড নামের বৈদ্যুতিক খুঁটি তৈরির কারখানার শ্রমিক।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি গাছের সঙ্গে পাশাপাশি দুই যুবকের হাত-পা বেঁধে নির্যাতন করা হচ্ছে। পাশে দাঁড়িয়ে একজন নারী শরীরে মরিচের গুঁড়া ও লবণ ছিটিয়ে দিচ্ছেন। কয়েকজন পাশে দাঁড়িয়ে নির্যাতন করছেন। কেউ কেউ দায় স্বীকার করতে বলেন। যুবক দুজন চিৎকার করছেন। একজন রক্তাক্ত পা ওপরে তোলার পর এক নারী মরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিচ্ছেন। চিৎকার করছেন যুবকেরা। এভাবে নির্যাতনের পরও যুবকেরা বলছেন, গাড়ির বিষয়ে তাঁরা কিছু জানেন না।
বোঝাই যাচ্ছে, একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়েছে এবং এর জন্য দুইজনকে সন্দেহ করে বেদম পেটানো হয়েছে এবং ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে তাঁদের যন্ত্রণা দেওয়া হয়েছে। এই অমানবিক কাজে একজন নারীর শরিক হওয়াটাও কম বিস্ময়ের নয়! যাঁর অটোরিকশা চুরি হয়েছে, তাঁর ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। চুরি হওয়া অটোরিকশা উদ্ধারে তিনি আইনের আশ্রয় না নিয়ে পরিচিতজনদের সহায়তায় আইন নিজেদের হাতে তুলে নিলেন কেন? সম্ভবত আইন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আস্থাহীনতাই এর কারণ। বিগত দিনে দেশের মধ্যে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর সঠিক বিচার হলে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পেলে হয়তো এমনটা ঘটত না।
গাজীপুরের শ্রীপুরের পাশবিক নির্যাতনের ঘটনাটির যথাযথ তদন্ত করে সঠিক বিচার নিশ্চিত করার উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হবে কি?
জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) যে তদন্ত করেছে, ২৭ জানুয়ারি সে তদন্তের ৫৫ পৃষ্ঠার একটি প্রতিবেদন অন্তর্বর্তী সরকারপ্রধানের কাছে হস্তান্তর করা হয়েছে। এইচআরডব্লিউর একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে...
২ ঘণ্টা আগেবাংলাদেশের রাজনৈতিক-সাংস্কৃতিক ইতিহাসে ফেব্রুয়ারি একটি অনন্য মাস। ১৯৫২ সালের ফেব্রুয়ারি আমাদের জন্য যে পথ রচনা করে দিয়েছে, সেই পথই দেশকে পৌঁছে দিয়েছে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার কাঙ্ক্ষিত ঠিকানায়। প্রকৃতপক্ষে এ দেশের আপামর ছাত্র-শ্রমিক-জনতা রাজপথে বুকের রক্ত ঢেলে সেই পথকে করেছে মসৃণ...
২ ঘণ্টা আগেবাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি একধরনের সামাজিক ও রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা বাধা দেখা যাচ্ছে। এসব ঘটনা শুধু বিচ্ছিন্ন কিছু প্রতিবন্ধকতা নয়; বরং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।
২ ঘণ্টা আগেআজ থেকে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা শুরু হচ্ছে। মাসব্যাপী এই আয়োজন প্রাণের মেলায় পরিণত হোক, সেই কামনা করি। তবে আজ বইমেলা নিয়ে নয়, বাংলা একাডেমি পুরস্কার নিয়ে যে নাটক অভিনীত হলো, তা নিয়েই কিছু কথা বলা সংগত হবে।
২ ঘণ্টা আগে