সম্পাদকীয়
হবিগঞ্জে এক ফিজিওথেরাপিস্ট নিজের নামের সঙ্গে প্রফেসর পদবি যোগ করে দিব্যি প্রেসক্রিপশন লিখে চলেছিলেন। অসহায় রোগীরা এই ডাকসাঁইটে ‘অধ্যাপক’-এর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বিশ্বাস করেই ওষুধ কিনছিলেন। একসময় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান চালায় এবং প্রমাণ পেয়ে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।
কতটা বুকের পাটা থাকলে একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন? ব্যবস্থাপত্র লিখে রোগীদের প্রতারিত করতে পারেন? হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে আটক হওয়া এই ব্যক্তি বহুদিন ধরেই এই প্রতারণা চালিয়ে আসছিলেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান কি তাঁর যোগ্যতা সম্পর্কে জানত না? তিনি যে চিকিৎসক নন, অথচ চিকিৎসা দিয়ে চলেছেন, এটা কি এলাকার মানুষের চোখে আগে পড়েনি? এত দিন ধরে তিনি যে অসুস্থ মানুষের সঙ্গে প্রতারণা করে গেলেন, তাতে তাঁর নৈতিকতা কোন পর্যায়ের, সেটা বুঝতে অসুবিধা হয় না। প্রশ্ন হলো, এ ধরনের প্রতারক কি তিনি একজনই? নানা প্রতিষ্ঠানে নানাভাবে কতজন এ ধরনের প্রতারক ঘাপটি মেরে বসে আছেন, তার কোনো হদিস কি আছে। সম্প্রতি পত্রিকায় রাজশাহীর এক ভুয়া শিক্ষকের খবরও বেরিয়েছে। রফিকুল ইসলাম নামের এই লোক রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। বহু বিষয়ে অকৃতকার্য হওয়া এই ভদ্রলোক জাল সনদে শিক্ষক হয়ে টানা ২০ বছর চাকরি করে গেছেন। অবশেষে তাঁর বিরুদ্ধে এসেছে অভিযোগ। এখনো তদন্ত শুরু হয়নি। তবে তিনি যে জাল সনদ জমা দিয়েছিলেন, এ কথা অনেকেই বলছেন। তদন্তের আগে তাঁর সম্পর্কে কিছু না বলে বরং অপেক্ষা করা যাক।
স্বাস্থ্য ও শিক্ষা—দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটোর সঙ্গেই সাধারণ নাগরিকের সম্পর্ক ঘনিষ্ঠ। একটি জাতি মানসিক ও শারীরিকভাবে বলিষ্ঠ না হলে জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে। যাঁরা এই মেরুদণ্ড রক্ষার কাজ করবেন, তাঁদের মধ্যেই এ রকম প্রতারণার দেখা পাওয়া গেলে সামগ্রিকভাবে জনজীবনে তার প্রতিফলন পড়তে বাধ্য। আরও শঙ্কার ব্যাপার হলো, এই ধরনের প্রতারণা চলতে থাকলে আরও বেশি প্রতারকেরা এভাবে চিকিৎসক, শিক্ষকের লেবাস শরীরে জড়িয়ে জাতীয় জীবনে অনিষ্ট ঘটিয়ে যেতে থাকবেন।
‘প্রফেসর আব্দুর রহমানের’ কাছে সরলভাবেই জানতে চাওয়া দরকার, কেন হঠাৎ তাঁর প্রফেসর সাজতে ইচ্ছে হলো? ভাবনার প্যাটার্নটা এই কারণে জানা জরুরি যে, একইভাবে আরও কত মানুষ একই ধরনের ভাবনা নিয়ে বেঁচে আছে, তা অনুমান করার জন্য। পরিশ্রম ও চর্চার পরিবর্তে প্রতারণার মাধ্যমে যদি টিকে থাকা যায়, তাহলে অনেকেই এই সহজ পথ অবলম্বন করতে পারে।
মেধা, পরিশ্রমের যোগেই গড়ে ওঠে কর্মনিষ্ঠ মানুষ। সেই মানুষেরাই গড়ে তোলে শান্তিপূর্ণ বুদ্ধিদীপ্ত সমাজ। তার অভাবেই গড়ে ওঠে এক অগভীর, অদক্ষ মানবসমাজ। আব্দুর রহমানের মতো প্রতারকদের প্রতিহত করতে না পারলে ভুগতে হবে পুরো জাতিকে।
হবিগঞ্জে এক ফিজিওথেরাপিস্ট নিজের নামের সঙ্গে প্রফেসর পদবি যোগ করে দিব্যি প্রেসক্রিপশন লিখে চলেছিলেন। অসহায় রোগীরা এই ডাকসাঁইটে ‘অধ্যাপক’-এর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে বিশ্বাস করেই ওষুধ কিনছিলেন। একসময় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অভিযান চালায় এবং প্রমাণ পেয়ে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমানকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে।
কতটা বুকের পাটা থাকলে একজন ফিজিওথেরাপিস্ট চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন? ব্যবস্থাপত্র লিখে রোগীদের প্রতারিত করতে পারেন? হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় মুক্তিযোদ্ধা হায়দার আলী হাসপাতালে আটক হওয়া এই ব্যক্তি বহুদিন ধরেই এই প্রতারণা চালিয়ে আসছিলেন। নিয়োগদাতা প্রতিষ্ঠান কি তাঁর যোগ্যতা সম্পর্কে জানত না? তিনি যে চিকিৎসক নন, অথচ চিকিৎসা দিয়ে চলেছেন, এটা কি এলাকার মানুষের চোখে আগে পড়েনি? এত দিন ধরে তিনি যে অসুস্থ মানুষের সঙ্গে প্রতারণা করে গেলেন, তাতে তাঁর নৈতিকতা কোন পর্যায়ের, সেটা বুঝতে অসুবিধা হয় না। প্রশ্ন হলো, এ ধরনের প্রতারক কি তিনি একজনই? নানা প্রতিষ্ঠানে নানাভাবে কতজন এ ধরনের প্রতারক ঘাপটি মেরে বসে আছেন, তার কোনো হদিস কি আছে। সম্প্রতি পত্রিকায় রাজশাহীর এক ভুয়া শিক্ষকের খবরও বেরিয়েছে। রফিকুল ইসলাম নামের এই লোক রাজশাহীর বাগমারা উপজেলার হাটখুজিপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। বহু বিষয়ে অকৃতকার্য হওয়া এই ভদ্রলোক জাল সনদে শিক্ষক হয়ে টানা ২০ বছর চাকরি করে গেছেন। অবশেষে তাঁর বিরুদ্ধে এসেছে অভিযোগ। এখনো তদন্ত শুরু হয়নি। তবে তিনি যে জাল সনদ জমা দিয়েছিলেন, এ কথা অনেকেই বলছেন। তদন্তের আগে তাঁর সম্পর্কে কিছু না বলে বরং অপেক্ষা করা যাক।
স্বাস্থ্য ও শিক্ষা—দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুটোর সঙ্গেই সাধারণ নাগরিকের সম্পর্ক ঘনিষ্ঠ। একটি জাতি মানসিক ও শারীরিকভাবে বলিষ্ঠ না হলে জাতির মেরুদণ্ড ভেঙে পড়ে। যাঁরা এই মেরুদণ্ড রক্ষার কাজ করবেন, তাঁদের মধ্যেই এ রকম প্রতারণার দেখা পাওয়া গেলে সামগ্রিকভাবে জনজীবনে তার প্রতিফলন পড়তে বাধ্য। আরও শঙ্কার ব্যাপার হলো, এই ধরনের প্রতারণা চলতে থাকলে আরও বেশি প্রতারকেরা এভাবে চিকিৎসক, শিক্ষকের লেবাস শরীরে জড়িয়ে জাতীয় জীবনে অনিষ্ট ঘটিয়ে যেতে থাকবেন।
‘প্রফেসর আব্দুর রহমানের’ কাছে সরলভাবেই জানতে চাওয়া দরকার, কেন হঠাৎ তাঁর প্রফেসর সাজতে ইচ্ছে হলো? ভাবনার প্যাটার্নটা এই কারণে জানা জরুরি যে, একইভাবে আরও কত মানুষ একই ধরনের ভাবনা নিয়ে বেঁচে আছে, তা অনুমান করার জন্য। পরিশ্রম ও চর্চার পরিবর্তে প্রতারণার মাধ্যমে যদি টিকে থাকা যায়, তাহলে অনেকেই এই সহজ পথ অবলম্বন করতে পারে।
মেধা, পরিশ্রমের যোগেই গড়ে ওঠে কর্মনিষ্ঠ মানুষ। সেই মানুষেরাই গড়ে তোলে শান্তিপূর্ণ বুদ্ধিদীপ্ত সমাজ। তার অভাবেই গড়ে ওঠে এক অগভীর, অদক্ষ মানবসমাজ। আব্দুর রহমানের মতো প্রতারকদের প্রতিহত করতে না পারলে ভুগতে হবে পুরো জাতিকে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছিলেন, বিএনপি তখন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছিল। তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে তাতে একমত হওয়ার..
১ ঘণ্টা আগেআমি তখন ক্লাস টেনের ছাত্র। প্রধান শিক্ষক ডেকে পাঠিয়েছেন শুনে আমি তো রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। এ কে মাহমুদুল হক ছিলেন রাশভারী কিন্তু মজার মানুষ। আবার কড়া বলতে কড়ার গুরু। তিনি ডেকে পাঠাবেন কেন? এই প্রশ্নের জবাব মিলল তাঁর রুমে যাওয়ার পর। হঠাৎ করেই স্কুলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা...
৩ ঘণ্টা আগেমানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
৪ ঘণ্টা আগেকুড়িগ্রামে আলুচাষিরা হিমাগারমালিকদের হারিয়ে দিয়েছেন। হঠাৎ করেই আলুর জন্য হিমাগার ভাড়া বস্তাপ্রতি ৩৫০ টাকার পরিবর্তে কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছিলেন তাঁরা। কৃষকেরা সেই সিদ্ধান্তের তুমুল প্রতিবাদ করেছেন। আন্দোলনের মুখে সব পক্ষ এক হয়ে বসে আগের দামই পুনর্বহাল করে।
৪ ঘণ্টা আগে