সম্পাদকীয়
খুব বেশি দিন আগের ঘটনা নয়, গত বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্রদের ছয়টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়। রাতে তোফাজ্জল হোসেনকে ওই হলে ঘোরাফেরা করতে দেখে কিছু শিক্ষার্থী তাঁকে চোর সন্দেহে আটক করেন এবং নির্মমভাবে মারধর করেন। মারের বর্বরতা এতটাই বেশি ছিল যে তোফাজ্জল মৃত্যুকে আলিঙ্গন করতে বেশি সময় নেননি। কিন্তু তোফাজ্জল চোর ছিলেন না, ছিলেন মানসিক ভারসাম্যহীন। শিক্ষার্থীরা তোফাজ্জলের পরিচয় পাওয়ার পরও তাঁর ওপর অমানুষিক নির্যাতন করেছিলেন।
সম্প্রতি প্রায় একই ঘটনা ঘটেছে লালমনিরহাটের আদিতমারীতে। সেখানকার বাজারে ফেরি করে বাদাম বিক্রি করেন নাজিম উদ্দিন। স্থানীয়রা তাঁকে ‘পাগলা বাদাম বিক্রেতা’ নামে চেনেন। কারণ, তিনি বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ২৮ জুন সারা দিন স্থানীয় বাজারে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রাকৃতিক কাজে সাড়া দিতে এক বাঁশবাগানে যান। কিন্তু প্রতিবেশী নাজমুলসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহে ধাওয়া দেন এবং আটক করেন। পরে নাজিমকে চোর অপবাদ দিয়ে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়। রড দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর দুই পায়ের হাঁটুর নিচের অংশ।
তবে নাজিমের ভাগ্য তোফাজ্জলের চেয়ে ভালো! তিনি মারা যাননি। খবর পেয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। এখন তিনি ভর্তি আছেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অথচ তোফাজ্জলের ভাগ্য তাঁর সঙ্গে নির্মম পরিহাসই করেছিল। পরিবারে জীবিত কেউ ছিল না, আত্মীয়-পরিজন যথাসময়ে এসে পারেননি উদ্ধার করতে।
নাজিমকে মারধরের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ করেছেন। আমরা আশা করব এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। যদিও তোফাজ্জলের ঘটনায় হত্যাকাণ্ডের মামলা হয়েছে, কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন এবং বিচারপ্রক্রিয়া চলমান। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে হয় না। মামলা যতই শক্ত হোক, অভিযুক্তদের পরিকল্পনা পোক্ত হলে সুবিচার পাওয়া নিয়ে সন্দেহ থেকে যায়।
এখন তোফাজ্জলের ঘটনা থেকে চাইলে শিক্ষা নেওয়া যায়। নাজিমের ঘটনায় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন হয় এবং সঠিক সময়ে আদালত বিচার করতে পারেন, তাহলে তা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হবে।
আসলে এই ধরনের ঘটনার সূত্রপাত হওয়া কাম্য নয়। একজনকে চোর সন্দেহে আটক করা যায়, কিন্তু তাঁকে শাস্তি প্রদান করা কোনোভাবেই সাধারণ জনগণের কাজ নয়। আটক করার পর থানায় সোপর্দ করা সুনাগরিকের কর্তব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত করা, আদালতের কাজ সুষ্ঠু বিচার করা। প্রতিবন্ধী নাজিম উদ্দিনকে গণপিটুনি না দিয়ে যদি পুলিশের হাতে তুলে দেওয়া হতো, তাহলে তাঁর পা দুটো অন্তত অক্ষত থাকত।
কোনো ঘটনায় গণপিটুনিতে কারও মৃত্যু কিংবা আহত হওয়ার পর যদি জানা যায় তিনি অপরাধী নন, তাহলে আক্রমণকারীরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তো?
খুব বেশি দিন আগের ঘটনা নয়, গত বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্রদের ছয়টি মুঠোফোন ও মানিব্যাগ চুরি হয়। রাতে তোফাজ্জল হোসেনকে ওই হলে ঘোরাফেরা করতে দেখে কিছু শিক্ষার্থী তাঁকে চোর সন্দেহে আটক করেন এবং নির্মমভাবে মারধর করেন। মারের বর্বরতা এতটাই বেশি ছিল যে তোফাজ্জল মৃত্যুকে আলিঙ্গন করতে বেশি সময় নেননি। কিন্তু তোফাজ্জল চোর ছিলেন না, ছিলেন মানসিক ভারসাম্যহীন। শিক্ষার্থীরা তোফাজ্জলের পরিচয় পাওয়ার পরও তাঁর ওপর অমানুষিক নির্যাতন করেছিলেন।
সম্প্রতি প্রায় একই ঘটনা ঘটেছে লালমনিরহাটের আদিতমারীতে। সেখানকার বাজারে ফেরি করে বাদাম বিক্রি করেন নাজিম উদ্দিন। স্থানীয়রা তাঁকে ‘পাগলা বাদাম বিক্রেতা’ নামে চেনেন। কারণ, তিনি বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ২৮ জুন সারা দিন স্থানীয় বাজারে বাদাম বিক্রি করে রাতে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে প্রাকৃতিক কাজে সাড়া দিতে এক বাঁশবাগানে যান। কিন্তু প্রতিবেশী নাজমুলসহ কয়েকজন তাঁকে চোর সন্দেহে ধাওয়া দেন এবং আটক করেন। পরে নাজিমকে চোর অপবাদ দিয়ে বেধড়ক গণপিটুনি দেওয়া হয়। রড দিয়ে পিটিয়ে ভেঙে দেওয়া হয় তাঁর দুই পায়ের হাঁটুর নিচের অংশ।
তবে নাজিমের ভাগ্য তোফাজ্জলের চেয়ে ভালো! তিনি মারা যাননি। খবর পেয়ে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান পরিবারের সদস্যরা। এখন তিনি ভর্তি আছেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অথচ তোফাজ্জলের ভাগ্য তাঁর সঙ্গে নির্মম পরিহাসই করেছিল। পরিবারে জীবিত কেউ ছিল না, আত্মীয়-পরিজন যথাসময়ে এসে পারেননি উদ্ধার করতে।
নাজিমকে মারধরের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ করেছেন। আমরা আশা করব এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে। যদিও তোফাজ্জলের ঘটনায় হত্যাকাণ্ডের মামলা হয়েছে, কয়েকজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছেন এবং বিচারপ্রক্রিয়া চলমান। খুব দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে হয় না। মামলা যতই শক্ত হোক, অভিযুক্তদের পরিকল্পনা পোক্ত হলে সুবিচার পাওয়া নিয়ে সন্দেহ থেকে যায়।
এখন তোফাজ্জলের ঘটনা থেকে চাইলে শিক্ষা নেওয়া যায়। নাজিমের ঘটনায় যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন হয় এবং সঠিক সময়ে আদালত বিচার করতে পারেন, তাহলে তা একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থাপিত হবে।
আসলে এই ধরনের ঘটনার সূত্রপাত হওয়া কাম্য নয়। একজনকে চোর সন্দেহে আটক করা যায়, কিন্তু তাঁকে শাস্তি প্রদান করা কোনোভাবেই সাধারণ জনগণের কাজ নয়। আটক করার পর থানায় সোপর্দ করা সুনাগরিকের কর্তব্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার তদন্ত করা, আদালতের কাজ সুষ্ঠু বিচার করা। প্রতিবন্ধী নাজিম উদ্দিনকে গণপিটুনি না দিয়ে যদি পুলিশের হাতে তুলে দেওয়া হতো, তাহলে তাঁর পা দুটো অন্তত অক্ষত থাকত।
কোনো ঘটনায় গণপিটুনিতে কারও মৃত্যু কিংবা আহত হওয়ার পর যদি জানা যায় তিনি অপরাধী নন, তাহলে আক্রমণকারীরা নিশ্চিন্তে ঘুমাতে পারবেন তো?
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলছিলেন, বিএনপি তখন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছিল। তবে গত ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রসঙ্গ এলে তাতে একমত হওয়ার..
১৩ মিনিট আগেআমি তখন ক্লাস টেনের ছাত্র। প্রধান শিক্ষক ডেকে পাঠিয়েছেন শুনে আমি তো রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছি। এ কে মাহমুদুল হক ছিলেন রাশভারী কিন্তু মজার মানুষ। আবার কড়া বলতে কড়ার গুরু। তিনি ডেকে পাঠাবেন কেন? এই প্রশ্নের জবাব মিলল তাঁর রুমে যাওয়ার পর। হঠাৎ করেই স্কুলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা...
২ ঘণ্টা আগেমানুষের জীবন এক আশ্চর্য দাঁড়িপাল্লার মতো। এক পাশ কানায় কানায় আনন্দ তো অন্য পাশে সমান সমান বিষাদ।
৩ ঘণ্টা আগেকুড়িগ্রামে আলুচাষিরা হিমাগারমালিকদের হারিয়ে দিয়েছেন। হঠাৎ করেই আলুর জন্য হিমাগার ভাড়া বস্তাপ্রতি ৩৫০ টাকার পরিবর্তে কেজিপ্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করেছিলেন তাঁরা। কৃষকেরা সেই সিদ্ধান্তের তুমুল প্রতিবাদ করেছেন। আন্দোলনের মুখে সব পক্ষ এক হয়ে বসে আগের দামই পুনর্বহাল করে।
৩ ঘণ্টা আগে