রুশা চৌধুরী
সকালের আলোয় মনটা অকারণে আনমনা হয়ে যায়। মনের কোণে হঠাৎ বেজে ওঠে চেনা গানের সুর—‘কোন পুরাতন প্রাণের টানে...।’ মন ছুটে যায় সেই ছেলেবেলায়, যখন ঋতুবদল ঘটত গানের সুরেই।
এ দেশের মানুষ আজও ঋতুবদল ভালোবাসে।
‘জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের পরে,
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।’
এই মেঘের দিনগুলো যেই না চলে গেল, অমনি ফুসমন্তরে মেঘ হটিয়ে ধানখেতের মাথার ওপরে এক অচেনা আকাশ! এই সময়ের সকালগুলো যেই হেম আলো দিয়ে মাখা, তার নামেই সেই ‘হেমন্ত’।
পথের ওপর শিউলির হাসি, কাঞ্চনের রূপ আর অল্পবিস্তর পাতা ঝরে পড়ার শুরু। পথের দুই পাশে যে হাওয়া এসে ছুঁয়ে যায়, সেই হাওয়ার নাম ‘শীতালো হাওয়া’, তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন নতুন পাখি আর ফুলের ঘ্রাণ। হেমন্তের আকাশটাকে ‘চাল ধোয়া পানির মতো’ দেখেছিলেন সেই বিষণ্ন কবি, যার নামে জীবন আজও আনন্দে ভাসে। একরাশ আলো নিয়ে হেসে উঠে আকাশটা গান গায়, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।’
এই যে ঋতুচক্র, এ যেন আমাদের জীবনেরই মতো। থামতে জানে না। শুধু ‘ছুটে চলো’ আর ‘বয়ে যাও’—কে যেন এই তাড়া নিত্য দিয়ে যাচ্ছে। যতই চড়াই আসুক তা উতরে যেতে হবে, আর কেউ না পারলেই বা কী! থাকুক সে পড়ে পেছনে, জীবনের তাতে কিচ্ছু যায়-আসবে না। তার অন্য সব অনুষঙ্গ নিয়ে সে ঠিক নিজের পথে এগিয়ে যাবে।
হিমেল হেমন্তের অচেনা, উষ্কখুষ্ক ঋতুটিকে বড্ড ভালোবাসতেন সেই আপনভোলা নিঃসঙ্গতাপ্রিয় বাঙালির ভীষণ প্রিয় কবি জীবনানন্দ। তাই তো এমন করে বলে গেছেন,
‘কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম, চিল উড়ে চলে গেছে—কুয়াশার প্রান্তরের পথে
দু-একটা সজারুর আসা-যাওয়া;
... ... ... ... ...
আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজো যেন লেগে আছে বহতা পাখায়’
জীবনানন্দ থেকে আবার ফিরে যাই আমার জন্মভূমির পাতাঝরা গাছগুলোর কাছে, যারা
এত দিনের বহন করা পত্রপল্লবের মায়া ত্যাগ করছে। কিছুদিন পরেই তার রিক্ততার শুরু,
সেই যে প্রিয় কবির ভাষায়—
‘রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন,
ব্যক্ত হোক জীবনের জয়’
আদিগন্ত ক্যানভাসে আঁকা প্রকৃতির এই সৌন্দর্যে কালি ছিটাই আমরা, মানুষেরা। কেন? কারণ সেই পুরোনো আমরা মানুষ, আমাদের অনেক বুদ্ধি, অনেক লোভ, অনেক চাহিদা, আর সবশেষে ‘শ্রেষ্ঠত্ব’ নিয়েই আমাদের তৃপ্ত থাকা।
প্রিয় হেমন্ত,
যে আনমনা মন আমাদের তোমার কাছে নিয়ে যায়, সেই ‘তুমি’ যেন চিরকালের এক পথভোলা পথিক! এই দেশে হঠাৎ আসো, হঠাৎ চলে যাও, আমাদের শস্যভান্ডার পূর্ণ করে দিয়ে ‘হিমের রাতের ঐ গগনের দীপগুলোরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে’, এই চিরচেনা গানের সুরে ভাসাও। বকুল ডালের আগায় জ্যোৎস্না হাসছে, আকাশের মলিনতা ঢাকতে পূর্ণশশীর হাসি, নাম না জানা ঘুমহারা পাখিরা বলে যাচ্ছে—
‘হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা
হিমের ধন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।’
অল্প এই সময়টা আলো করে রাখার জন্যই তুমি বাঙালির হেমন্তিকা।
সকালের আলোয় মনটা অকারণে আনমনা হয়ে যায়। মনের কোণে হঠাৎ বেজে ওঠে চেনা গানের সুর—‘কোন পুরাতন প্রাণের টানে...।’ মন ছুটে যায় সেই ছেলেবেলায়, যখন ঋতুবদল ঘটত গানের সুরেই।
এ দেশের মানুষ আজও ঋতুবদল ভালোবাসে।
‘জল ছুটে যায় এঁকেবেঁকে মাঠের পরে,
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে।’
এই মেঘের দিনগুলো যেই না চলে গেল, অমনি ফুসমন্তরে মেঘ হটিয়ে ধানখেতের মাথার ওপরে এক অচেনা আকাশ! এই সময়ের সকালগুলো যেই হেম আলো দিয়ে মাখা, তার নামেই সেই ‘হেমন্ত’।
পথের ওপর শিউলির হাসি, কাঞ্চনের রূপ আর অল্পবিস্তর পাতা ঝরে পড়ার শুরু। পথের দুই পাশে যে হাওয়া এসে ছুঁয়ে যায়, সেই হাওয়ার নাম ‘শীতালো হাওয়া’, তার সঙ্গে জড়িয়ে থাকে নতুন নতুন পাখি আর ফুলের ঘ্রাণ। হেমন্তের আকাশটাকে ‘চাল ধোয়া পানির মতো’ দেখেছিলেন সেই বিষণ্ন কবি, যার নামে জীবন আজও আনন্দে ভাসে। একরাশ আলো নিয়ে হেসে উঠে আকাশটা গান গায়, ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও।’
এই যে ঋতুচক্র, এ যেন আমাদের জীবনেরই মতো। থামতে জানে না। শুধু ‘ছুটে চলো’ আর ‘বয়ে যাও’—কে যেন এই তাড়া নিত্য দিয়ে যাচ্ছে। যতই চড়াই আসুক তা উতরে যেতে হবে, আর কেউ না পারলেই বা কী! থাকুক সে পড়ে পেছনে, জীবনের তাতে কিচ্ছু যায়-আসবে না। তার অন্য সব অনুষঙ্গ নিয়ে সে ঠিক নিজের পথে এগিয়ে যাবে।
হিমেল হেমন্তের অচেনা, উষ্কখুষ্ক ঋতুটিকে বড্ড ভালোবাসতেন সেই আপনভোলা নিঃসঙ্গতাপ্রিয় বাঙালির ভীষণ প্রিয় কবি জীবনানন্দ। তাই তো এমন করে বলে গেছেন,
‘কিছুক্ষণ অঘ্রাণের অস্পষ্ট জগতে হাঁটলাম, চিল উড়ে চলে গেছে—কুয়াশার প্রান্তরের পথে
দু-একটা সজারুর আসা-যাওয়া;
... ... ... ... ...
আমাদের জীবনের অনেক অতীত ব্যাপ্তি আজো যেন লেগে আছে বহতা পাখায়’
জীবনানন্দ থেকে আবার ফিরে যাই আমার জন্মভূমির পাতাঝরা গাছগুলোর কাছে, যারা
এত দিনের বহন করা পত্রপল্লবের মায়া ত্যাগ করছে। কিছুদিন পরেই তার রিক্ততার শুরু,
সেই যে প্রিয় কবির ভাষায়—
‘রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন,
ব্যক্ত হোক জীবনের জয়’
আদিগন্ত ক্যানভাসে আঁকা প্রকৃতির এই সৌন্দর্যে কালি ছিটাই আমরা, মানুষেরা। কেন? কারণ সেই পুরোনো আমরা মানুষ, আমাদের অনেক বুদ্ধি, অনেক লোভ, অনেক চাহিদা, আর সবশেষে ‘শ্রেষ্ঠত্ব’ নিয়েই আমাদের তৃপ্ত থাকা।
প্রিয় হেমন্ত,
যে আনমনা মন আমাদের তোমার কাছে নিয়ে যায়, সেই ‘তুমি’ যেন চিরকালের এক পথভোলা পথিক! এই দেশে হঠাৎ আসো, হঠাৎ চলে যাও, আমাদের শস্যভান্ডার পূর্ণ করে দিয়ে ‘হিমের রাতের ঐ গগনের দীপগুলোরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে’, এই চিরচেনা গানের সুরে ভাসাও। বকুল ডালের আগায় জ্যোৎস্না হাসছে, আকাশের মলিনতা ঢাকতে পূর্ণশশীর হাসি, নাম না জানা ঘুমহারা পাখিরা বলে যাচ্ছে—
‘হায় হেমন্তলক্ষ্মী তোমার নয়ন কেন ঢাকা
হিমের ধন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা।’
অল্প এই সময়টা আলো করে রাখার জন্যই তুমি বাঙালির হেমন্তিকা।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বলে, প্রতিটি দমনমূলক নীতির বিরুদ্ধে ছাত্রসমাজ প্রতিরোধ গড়ে তুলেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। প্রশ্ন হলো—প্রশাসন কি সেই সংঘাতের দিকে এগোতে চায়, নাকি একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ছাত্ররাজনীতির স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে চায়?
৪ ঘণ্টা আগেমনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট। তিনি ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’ (এইচআরপিবি)-এর প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
১৮ ঘণ্টা আগেজুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর থেকেই দ্রুত নির্বাচন এবং অন্তর্বর্তী সরকার যাতে বেশি দিন ক্ষমতায় না থাকে, সে বিষয়ে সোচ্চার বিএনপি। এমনকি সরকার যেসব প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেগুলোও নির্বাচিত সরকার ছাড়া বাস্তবায়ন করা যাবে না বলে দলটি মনে করে।
১৮ ঘণ্টা আগেজয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, সে ঘটনায় আর যাই হোক আক্কেলের কোনো পরিচয় দেখা যাচ্ছে না। সোজা কথায়, এটা বেআক্কেলি কর্মকাণ্ড। জয়পুরহাট ও রংপুরের নারী ফুটবল দলের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল ২৯ জানুয়ারি।
১৮ ঘণ্টা আগে