অর্ণব সান্যাল
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অত্যন্ত সুখবর। যদিও সব মাথা ঠিক সমান স্বস্তিতে নেই। আয় বাড়ার খবরে তাই সাধারণের আনন্দ ঢের কম। বরং পকেট বাঁচাতে হিমশিম অবস্থায় উন্নয়নের মহাসড়কে হোঁচট খেতে হচ্ছে সময়ে সময়ে।
বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু গড় আয় কত বেড়েছে, সেটি একটু জানা যাক। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, নতুন ভিত্তিবছরের ভিত্তিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ২২৭ ডলার। সে হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। ২০১৫-১৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরে সরকার এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করছে। এত দিন ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এ হিসাব করা হতো। আর ভিত্তিবছর পরিবর্তন করে হিসাব করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। বলা হচ্ছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে এটিই প্রকৃত চিত্র।
চিত্রের ‘প্রকৃত’ রূপ একটি ধোঁয়াশাপূর্ণ বিষয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মিহি শব্দের সঙ্গে সুশীতল বাতাসের যে ব্যঞ্জন তৈরি হয়, তার মধ্যে থাকলে প্রকৃত চিত্র এক ধরনের হয়। আবার যাদের অবস্থা হয় মনজু মিয়াদের মতো, তাদের অবস্থা ভিন্ন। আগে এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে বসে থাকাদের গতিক কিছুটা সুবিধার ছিল। এবার সেখানেও লেগেছে ঝোড়ো হাওয়া, সঙ্গে আছে বজ্রসহ বৃষ্টিপাত।
এই যেমন ধরুন, বাজার থেকে ফেরার পর এখন আর মন ভালো থাকছে না। চাল-ডাল-তেল-নুনের পাশাপাশি মাছ-মুরগি—সবকিছুতেই আগুনের আঁচ। তা আরও তীব্র করতে এবার শাক-লতা-পাতার দামও ঊর্ধ্বমুখী। অর্থাৎ, কচু–ঘেঁচু খেয়ে পেট ভরানোর দিনও শেষ। এসব দেখতে দেখতে চোখে যখন মনজু মিয়ারা ধরা পড়ে, তখন আসলে মাথাপিছু আয় বাড়ার খবর আর উল্লাস জাগাতে পারে না।
মনজু মিয়ার সঙ্গে দেখা হয়েছিল এক সন্ধ্যায়। সেদিন রাস্তায় গাড়ির জট ছিল বেশ। তাঁকে যখন গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলাম, তখন তাড়াহুড়োয় ঠিক খেয়াল হয়নি। যখন হলো, তখন থেকেই শুরু মনজু মিয়ার বাম হাত নিয়ে গল্প।
মনজু মিয়ার বাড়ি উত্তরবঙ্গে। শৈশবেই বিদ্যুৎজনিত এক দুর্ঘটনায় তিনি বাম হাত প্রায় কনুই থেকে হারান। এর পর থেকেই তাঁর জীবন চলছে শুধু ডান হাতের ওপর। সেই ডান হাত আগে টাকা-পয়সার হিসাব কষত কড়াভাবে। মনজু ব্যবসা করতেন যে! কিন্তু এক করোনা মহামারি তাঁকে রাজধানী শহরের রিকশাওয়ালা বানিয়েছে। আর সেই রিকশা চলে শুধু ডান হাতের ভরসায়। তবে কখনো কখনো ঢালু রাস্তায় যখন রিকশা টেনে ওঠাতে হয়, তখন বাম হাতও ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। সত্যিকার অর্থে, সেই দৃশ্যই সবচেয়ে শ্বাসরুদ্ধকর।
এই মনজু মিয়ার দিনের সব খরচ মেটানোর পর হাতে থাকে মোটে তিন থেকে পাঁচ শ টাকা। যদিও এ দেশের মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার, তবে মনজু মিয়াদের তাতে কিছু যায় আসে না। তাঁদের যে বাড়িতে বউ-বাচ্চাদের টাকা পাঠানোর চিন্তা করে যেতে হয় প্রতিনিয়ত। আর তা করতে করতে মনজুর নিয়তির কোনো পরিবর্তন আসে না।
এসব পড়ে মাথাপিছু আয়ের আক্ষরিক সংজ্ঞা আমাকে আপনারা শোনাতেই পারেন। কিন্তু বাজার খরচের পাগলা ঘোড়ার গতির সঙ্গে যুঝতে যুঝতে ক্লান্ত এই আমি বা অর্ধেক ‘নাই’ হয়ে যাওয়া হাত নিয়ে রিকশা ঠেলা মনজু মিয়ার কিচ্ছু যায় আসে না। কারণ আমরা জানি, ওই মাথাপিছু আয়ের বেশির ভাগটাই আছে অন্য কারও দখলে। তাঁদের হয়তো কোটিপতির তালিকায় নাম ওঠে, বা কালোবাজারির। তালিকার নাম ‘ঋণখেলাপি’ কিংবা ‘কর ফাঁকি’ও হতে পারে। ওসব কথা অবশ্য সর্বময় কর্তারা উল্লেখ করেন না তেমন। আয় বেড়েছে বলেই তাঁরা খালাস, বগল বাজানো শুরু। আর আমাদের মাথায় জেঁকে বসে শুধু ঋণের দুশ্চিন্তা। উল্লেখ্য, বাংলাদেশের নাগরিকদের বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। বাড়তি আয় হোক না হোক, ঋণ তো চোকাতেই হয়! আর তাতে বাধ্য করার নানা ফন্দি-ফিকিরও তো বর্তমান।
এর ওপর আছে কপাল কুঁচকে দেওয়ার মতো অন্যান্য ইস্যু। এই যেমন ধরুন, বাস ভাড়া বৃদ্ধি, ডিজেল-কেরোসিনের বাড়তি দাম বা গ্যাসের সিলিন্ডারের বাড়তি খরচ জোগানোর হ্যাপা। কর্তারা বিজ্ঞপ্তি দিয়েই নাকে তেল দিতে পারেন বটে। তবে সাধারণের সেই বিজ্ঞপ্তি পড়ে আত্মস্থ ও হজম করতে বেশ কষ্ট হয়, ঘুমেও ব্যাঘাত ঘটে ঢের। এর মাঝে যখন উন্নয়নের ‘বুলি’ শোনানো হয়, তখন অসহায়ের হাসি মুখে ঝোলানো ছাড়া আর গত্যন্তর থাকে না।
যাক, মনজু মিয়ার কথাতেই ফিরি বরং। মনজু মিয়ারা এত কিছুর পরও হাসেন বটে। তবে তা বিষণ্ন হয় ভীষণ। দেশটা আসলে চলছেই মনজু মিয়াদের এক ডান হাতের ওপর। বাম হাতে যে কী ‘যন্ত্রণা’ তা কেউ জানতেও চায় না!
দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অত্যন্ত সুখবর। যদিও সব মাথা ঠিক সমান স্বস্তিতে নেই। আয় বাড়ার খবরে তাই সাধারণের আনন্দ ঢের কম। বরং পকেট বাঁচাতে হিমশিম অবস্থায় উন্নয়নের মহাসড়কে হোঁচট খেতে হচ্ছে সময়ে সময়ে।
বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু গড় আয় কত বেড়েছে, সেটি একটু জানা যাক। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, নতুন ভিত্তিবছরের ভিত্তিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ২২৭ ডলার। সে হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার। ২০১৫-১৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরে সরকার এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করছে। এত দিন ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এ হিসাব করা হতো। আর ভিত্তিবছর পরিবর্তন করে হিসাব করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে। বলা হচ্ছে, মাথাপিছু আয়ের ক্ষেত্রে এটিই প্রকৃত চিত্র।
চিত্রের ‘প্রকৃত’ রূপ একটি ধোঁয়াশাপূর্ণ বিষয়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মিহি শব্দের সঙ্গে সুশীতল বাতাসের যে ব্যঞ্জন তৈরি হয়, তার মধ্যে থাকলে প্রকৃত চিত্র এক ধরনের হয়। আবার যাদের অবস্থা হয় মনজু মিয়াদের মতো, তাদের অবস্থা ভিন্ন। আগে এই দুইয়ের মাঝামাঝি অবস্থানে বসে থাকাদের গতিক কিছুটা সুবিধার ছিল। এবার সেখানেও লেগেছে ঝোড়ো হাওয়া, সঙ্গে আছে বজ্রসহ বৃষ্টিপাত।
এই যেমন ধরুন, বাজার থেকে ফেরার পর এখন আর মন ভালো থাকছে না। চাল-ডাল-তেল-নুনের পাশাপাশি মাছ-মুরগি—সবকিছুতেই আগুনের আঁচ। তা আরও তীব্র করতে এবার শাক-লতা-পাতার দামও ঊর্ধ্বমুখী। অর্থাৎ, কচু–ঘেঁচু খেয়ে পেট ভরানোর দিনও শেষ। এসব দেখতে দেখতে চোখে যখন মনজু মিয়ারা ধরা পড়ে, তখন আসলে মাথাপিছু আয় বাড়ার খবর আর উল্লাস জাগাতে পারে না।
মনজু মিয়ার সঙ্গে দেখা হয়েছিল এক সন্ধ্যায়। সেদিন রাস্তায় গাড়ির জট ছিল বেশ। তাঁকে যখন গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেছিলাম, তখন তাড়াহুড়োয় ঠিক খেয়াল হয়নি। যখন হলো, তখন থেকেই শুরু মনজু মিয়ার বাম হাত নিয়ে গল্প।
মনজু মিয়ার বাড়ি উত্তরবঙ্গে। শৈশবেই বিদ্যুৎজনিত এক দুর্ঘটনায় তিনি বাম হাত প্রায় কনুই থেকে হারান। এর পর থেকেই তাঁর জীবন চলছে শুধু ডান হাতের ওপর। সেই ডান হাত আগে টাকা-পয়সার হিসাব কষত কড়াভাবে। মনজু ব্যবসা করতেন যে! কিন্তু এক করোনা মহামারি তাঁকে রাজধানী শহরের রিকশাওয়ালা বানিয়েছে। আর সেই রিকশা চলে শুধু ডান হাতের ভরসায়। তবে কখনো কখনো ঢালু রাস্তায় যখন রিকশা টেনে ওঠাতে হয়, তখন বাম হাতও ধাক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যায়। সত্যিকার অর্থে, সেই দৃশ্যই সবচেয়ে শ্বাসরুদ্ধকর।
এই মনজু মিয়ার দিনের সব খরচ মেটানোর পর হাতে থাকে মোটে তিন থেকে পাঁচ শ টাকা। যদিও এ দেশের মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার, তবে মনজু মিয়াদের তাতে কিছু যায় আসে না। তাঁদের যে বাড়িতে বউ-বাচ্চাদের টাকা পাঠানোর চিন্তা করে যেতে হয় প্রতিনিয়ত। আর তা করতে করতে মনজুর নিয়তির কোনো পরিবর্তন আসে না।
এসব পড়ে মাথাপিছু আয়ের আক্ষরিক সংজ্ঞা আমাকে আপনারা শোনাতেই পারেন। কিন্তু বাজার খরচের পাগলা ঘোড়ার গতির সঙ্গে যুঝতে যুঝতে ক্লান্ত এই আমি বা অর্ধেক ‘নাই’ হয়ে যাওয়া হাত নিয়ে রিকশা ঠেলা মনজু মিয়ার কিচ্ছু যায় আসে না। কারণ আমরা জানি, ওই মাথাপিছু আয়ের বেশির ভাগটাই আছে অন্য কারও দখলে। তাঁদের হয়তো কোটিপতির তালিকায় নাম ওঠে, বা কালোবাজারির। তালিকার নাম ‘ঋণখেলাপি’ কিংবা ‘কর ফাঁকি’ও হতে পারে। ওসব কথা অবশ্য সর্বময় কর্তারা উল্লেখ করেন না তেমন। আয় বেড়েছে বলেই তাঁরা খালাস, বগল বাজানো শুরু। আর আমাদের মাথায় জেঁকে বসে শুধু ঋণের দুশ্চিন্তা। উল্লেখ্য, বাংলাদেশের নাগরিকদের বর্তমানে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা। বাড়তি আয় হোক না হোক, ঋণ তো চোকাতেই হয়! আর তাতে বাধ্য করার নানা ফন্দি-ফিকিরও তো বর্তমান।
এর ওপর আছে কপাল কুঁচকে দেওয়ার মতো অন্যান্য ইস্যু। এই যেমন ধরুন, বাস ভাড়া বৃদ্ধি, ডিজেল-কেরোসিনের বাড়তি দাম বা গ্যাসের সিলিন্ডারের বাড়তি খরচ জোগানোর হ্যাপা। কর্তারা বিজ্ঞপ্তি দিয়েই নাকে তেল দিতে পারেন বটে। তবে সাধারণের সেই বিজ্ঞপ্তি পড়ে আত্মস্থ ও হজম করতে বেশ কষ্ট হয়, ঘুমেও ব্যাঘাত ঘটে ঢের। এর মাঝে যখন উন্নয়নের ‘বুলি’ শোনানো হয়, তখন অসহায়ের হাসি মুখে ঝোলানো ছাড়া আর গত্যন্তর থাকে না।
যাক, মনজু মিয়ার কথাতেই ফিরি বরং। মনজু মিয়ারা এত কিছুর পরও হাসেন বটে। তবে তা বিষণ্ন হয় ভীষণ। দেশটা আসলে চলছেই মনজু মিয়াদের এক ডান হাতের ওপর। বাম হাতে যে কী ‘যন্ত্রণা’ তা কেউ জানতেও চায় না!
নয়া কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদারকরণ, বিনিয়োগে খুদে উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধি প্রভৃতি দিক বিবেচনায় বাজেটে ও রাষ্ট্রের অন্যান্য নীতিমালায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজনের কথা বহুদিন ধরেই বলা হচ্ছে।
১ দিন আগেবাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জীবিকা কৃষির সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এই কৃষি খাত শুধু খাদ্যনিরাপত্তাই নিশ্চিত করে আসছে না, বরং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
১ দিন আগেবাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যা সমাজের স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সমাজকে সামনে অগ্রসর হতে বাধার সৃষ্টি করছে। গত পাঁচ মাসে নারী ও শিশু নির্যাতনের ৯ হাজার ১০০টি মামলা দায়ের হয়েছে—যা দৈনিক ৬০টি এবং প্রতি ২৪ মিনিটে একটি মামলার সমান।
১ দিন আগেদুটো ঘটনা ঘটল পরপর। গোপালগঞ্জ আর চকরিয়ায়। প্রথম ঘটনায় দুঃখজনকভাবে ঝরে পড়েছে পাঁচটি প্রাণ। এই প্রাণহানি এড়ানো যেত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্বিতীয় ঘটনাটিতে দেখা যাচ্ছে, কক্সবাজারে এনসিপির একজন নেতার বক্তৃতার সূত্র ধরে বিএনপি মহলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
২ দিন আগে