নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনসহ রাজধানীর ছয়টি বিলাসবহুল হোটেলে ন্যূনতম অর্ধেক ছাড়ে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। এসব হোটেলসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় আরও ২৫টি হোটেলে ২০ শতাংশ ছাড়ে খাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
গত ২৬ এপ্রিল টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (টুরিস্ট পুলিশ)।
ওই চিঠির ‘বিষয়’ লেখা রয়েছে, ‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল–রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে।’
চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল ও রেস্তোরাঁ এবং ১৪টি রেস্তোরাঁ রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।
তবে সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য বাইরে থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আসা পুলিশ সদস্যরাই শুধু এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।
পুলিশ কেন এ ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’
তবে চিঠিতে সই করা টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসপি নাইমুল হক গণমাধ্যমকে বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতো। নানা প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয়, রাতে থাকতে হয়। সরকারিভাবে তাঁদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তাঁরা একটু কম খরচে থাকা–খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।
রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনসহ রাজধানীর ছয়টি বিলাসবহুল হোটেলে ন্যূনতম অর্ধেক ছাড়ে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। এসব হোটেলসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় আরও ২৫টি হোটেলে ২০ শতাংশ ছাড়ে খাওয়ার সুযোগ পাবেন তাঁরা।
গত ২৬ এপ্রিল টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (টুরিস্ট পুলিশ)।
ওই চিঠির ‘বিষয়’ লেখা রয়েছে, ‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল–রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে।’
চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল ও রেস্তোরাঁ এবং ১৪টি রেস্তোরাঁ রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্তোরাঁয় খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।
তবে সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য বাইরে থেকে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে আসা পুলিশ সদস্যরাই শুধু এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।
পুলিশ কেন এ ধরনের সুবিধা পাবেন জানতে চাইলে টুরিস্ট পুলিশের ডিআইজি মো. আবুল কালাম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কথা বলা ঠিক হবে না।’
তবে চিঠিতে সই করা টুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এসপি নাইমুল হক গণমাধ্যমকে বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতো। নানা প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয়, রাতে থাকতে হয়। সরকারিভাবে তাঁদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তাঁরা একটু কম খরচে থাকা–খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৩ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৪ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৫ ঘণ্টা আগে