Ajker Patrika

বাংলাদেশ দ. এশিয়ার আদর্শ পাল্টে দিয়েছে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দ. এশিয়ার আদর্শ পাল্টে দিয়েছে

বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে শুধু দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন করেনি, সেই সঙ্গে পরিবর্তন করেছে আদর্শের। যে কারণে দেশ ভাগ হয়েছিল, সেই আদর্শ অবৈধ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটাই প্রমাণ হয়েছে যে মানুষ ভিন্ন ধর্মীয় আদর্শের হয়েও একত্রে থাকতে পারে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী গতকাল সোমবার ‘স্বাধীনতার ৫০ বছর’ শীর্ষক আলোচনায় এ কথা বলেন।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘স্বাধীনতার ৫০ বছর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব। অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আরমা দত্ত, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, ঢাকায় ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টশিল, সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমেদ, ঢাকার ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে মডেল আখ্যা দিয়ে এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমাদের সম্পর্কটা এতটা মজবুত যে আমরা সোনালি অধ্যায়ে পৌঁছে গেছি। দুই দেশের গভীর সম্পর্কের দিকে সারা পৃথিবী তাকিয়ে আছে। আমাদের যত বড় বড় সমস্যা, আমরা আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করেছি। আমরা এখানে একটি বুলেটও খরচ করিনি। এটা আমাদের দেশে দেশে পৌঁছে দিতে হবে। যেন অন্যরা এটা অনুকরণ করে।’

বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দিতে পেরে ভুটান আনন্দিত জানিয়ে রিনচেন কুয়েন্টশিল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশের উন্নতি দেখা ভুটানের জন্য গর্বের বিষয়। আর দুই দেশের সম্পর্ক সময়ের সঙ্গে আরও মজবুত হবে এ বিষয়ে আস্থা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত