Ajker Patrika

বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠাতে বলা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৬
Thumbnail image
রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে ছোটখাটো একটি উত্তেজনা দেখা দিয়েছে। এজন্য আজ রোববার সকালে বিজিবি সদস্যদের অভ্যন্তরীণ দায়িত্ব কমিয়ে সীমান্তে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে বিজিবির উদ্যোগে আহতদের পুনর্বাসন সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে একই অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বিজিবিকে সীমান্ত পাহারায় নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা তাঁর বক্তব্যে ফরহাদ মজহারের কথার রেশ ধরে বলেন, ‘ফরহাদ মজহার বলেছেন, দেশের অভ্যন্তরীণ শান্তি রক্ষা বিজিবির কাজ নয়, বিজিবির কাজ সীমান্তে, এখন যে ছোটখাটো উত্তেজনা চলছে, তা প্রতিহত করা। ওনার (ফরহাদ মজহার) প্রশ্নের উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেবির মহাপরিচালককে তাঁর সৈন্য সীমান্তের দিকে মুভ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

একই বিষয় নিয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে ছোটখাটো উত্তেজনা রয়েছে, তাই বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে, বিজিবি কখনো পিঠ দেখাবে না, বুক দেখাবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পুনরায় জানতে চাওয়া হয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিয়ে সীমান্তের নিরাপত্তা বাড়ানোয় সীমান্তে বিজিবি মোতায়েন করা হয়েছে কিনা? এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবি সব ধরনের কাজই করবে।’

তিনি বলেন, ‘ভারতের জনগণ অভ্যন্তরীণ যেভাবে প্রশেসন (বিক্ষোভ) করেছে, তার প্রশেসনের জবাব দেবে বাংলাদেশের জনগণ। তবে বিএসএফ যদি কোনো প্রশেসন করে তার জবাব বিজিবি দেবে। সেই নির্দেশনা দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি ও নেওয়া রয়েছে।’

পরে উপদেষ্টা বলেন, ‘সীমান্তে বড় ধরনের কোনো উত্তেজনা নাই। সীমান্তের সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে তারা সব সময় প্রস্তুত থাকবে।’

দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নাগরিকেরা নিরাপত্তাহীনতায় রয়েছে এমন উদ্বেগ জানিয়েছে। তাঁদের নিরাপত্তার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, তাঁদের নিরাপত্তার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সেটা ব্যায় করবে সরকার। এটা রাষ্ট্রের দায়িত্ব, যা রাষ্ট্র পালন করছে। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে সরকার ১০ লাখ টাকা দিয়েছে।

ফরহাদ মজহার বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। হাসিনাকে পুনর্বাসন করতেই ভারত তাঁকে দিল্লিতে জায়গা দিয়েছে।’ কোনো ধরনের প্রোপাগান্ডায় কান না দেওয়ার আহ্বান তিনি।

ফরহাদ মজহার বলেন, ‘জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরোধ ৫ আগষ্ট শেষ হয়েছে। তাই এখন সৈনিকও জনতা, জনতাও সৈনিক। তাই দেশের ভেতর যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় দেশের সার্বভৌমত্ব নষ্ট না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে, তাতে দেশবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিৎ বলেও মত দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত