Ajker Patrika

নির্বাচন নিয়ে গভীর চাপ ছিল: নতুন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ২০: ৫৩
Thumbnail image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা মাধ্যমে নানা ধরনের গভীর চাপ ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। 

আওয়ামী লীগের নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ ও চাপ নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নানা চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশের নানা ধারণা ও বোঝাপড়ার মধ্যে পার্থক্য থাকে। সরকার সেগুলোকে গুরুত্ব দেয়। কিন্তু দিন শেষে সরকার সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে, এটাই হচ্ছে মূল বিষয়।’

উন্নয়ন সহযোগী সব দেশকে সঙ্গে নিয়ে সরকার দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি বিভিন্ন দেশের উদ্বেগগুলোকে সরকার গুরুত্ব দেবে।’ তবে সরকার কোনো চাপ অনুভব করছে না বলে তিনি দাবি করেন। 

সরকার পূর্ব-পশ্চিম সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় বলে মন্ত্রী উল্লেখ করেন।

একাদশ জাতীয় সংসদে সরকারের তথ্যমন্ত্রী ছিলেন হাছান মাহমুদ। এর আগে ২০০৯ সালে গঠিত সরকারে তিনি ছয় মাসের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত