Ajker Patrika

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সার্বভৌমত্বকে জোরদার করবে: রোসাটম ডিজি

নিজস্ব প্রতিবেদক, রূপপুর (পাবনা) থেকে
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৪: ১৯
রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের সার্বভৌমত্বকে জোরদার করবে: রোসাটম ডিজি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিয়্যাক্টর প্রেসার ভ্যাসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (চুল্লিপাত্র) স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. সৌকত আকবর, প্রকল্পের ঠিকাদার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মো. আজিজুল, স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস, সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, সংরক্ষিত সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ রাশিয়ান বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. ইয়াফেস ওসমান। 

অনুষ্ঠানে আলেক্সি লিখাচেভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি স্বাধীনতা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক সার্বভৌমত্বকে আরও জোরদার করবে। 

আলেক্সি লিখাচেভ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন জ্বালানি স্বাধীনতার মাধ্যমে নিজ দেশের রাজনৈতিক সার্বভৌমত্বকে জোরদার করার জন্য। রোসাটম করপোরেশনের জন্য বড় গর্ব এই প্রচেষ্টার অংশ হতে পারা।’ 

আগামী বছর রি-অ্যাক্টরে পারমাণবিক জ্বালানি সরবরাহের কথা জানিয়ে আলেক্সি লিখাচেভ আরও বলেন, ‘রোসাটম বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সব বাধ্যবাধকতা অনুসরণ করেছে। রোসাটম করপোরেশন নিরলস প্রচেষ্টে চালাচ্ছে যাতে আগামী বছর পারমাণবিক জ্বালানি রি-অ্যাক্টরে সরবরাহ করা যাই। গত এক বছরে এই বিদ্যুৎকেন্দ্রের অনেক কাজ এগিয়েছে। প্রথম ইউনিটে কুলিং যন্ত্র স্থাপনের জন্য আমরা এখন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।’ 

ভবিষ্যতে বাংলাদেশিদের মধ্যে যাঁরা রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজ করবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জানিয়ে রোসাটমের মহাপরিচালক আরও বলেন, ‘বিদ্যুৎকেন্দ্রে যাঁরা ভবিষ্যতে কাজ করবেন, আমরা তাঁদের প্রস্তুত করেছি। ইতিমধ্যে ৬২৪ জন বিশেষজ্ঞ কাজ শুরু করেছেন। রোসাটম ইতিমধ্যে ৩০০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রশিক্ষণ দিয়েছে। ভবিষ্যতে আমরা আরও ১৭ জন বিশেষজ্ঞকে প্রশিক্ষণ দিচ্ছি, যাঁরা এই বিদ্যুৎকেন্দ্রে কাজ করবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত