নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রায়েরবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবরও দিতে পারবেন। এত দিন তারা কবর থেকে মরদেহ তুলতে চায়নি, তাই দেরি হয়েছে। এখন তারা রাজি হয়েছে, আমরাও পদক্ষেপ নিচ্ছি।’
জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় হয়েছে, অনেক স্বজন তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। সরকারের পক্ষ থেকে লাশ উত্তোলনের উদ্যোগ নিলেও তাদের পরিবার রাজি ছিল না।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছুদিন আগে তিনি এবং উপদেষ্টা আদিলুর রহমান মুন্সিগঞ্জে গিয়েছিলেন, সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এখন লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন। তাই এখন একটি করে লাশ শনাক্তের কাজ করা হবে। নিহতদের পরিবার চাইলে মরদেহ নিয়ে যেতে পারবেন। খুব শিগগিরই এই কাজ শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়েরবাজার কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ রয়েছে, যা এখনো শনাক্ত হয়নি। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে, ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’ গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’
এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
রায়েরবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবরও দিতে পারবেন। এত দিন তারা কবর থেকে মরদেহ তুলতে চায়নি, তাই দেরি হয়েছে। এখন তারা রাজি হয়েছে, আমরাও পদক্ষেপ নিচ্ছি।’
জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি বলেন, ‘এক বছরের বেশি সময় হয়েছে, অনেক স্বজন তাদের পরিবারের সদস্যদের শনাক্ত করতে পারেনি। সরকারের পক্ষ থেকে লাশ উত্তোলনের উদ্যোগ নিলেও তাদের পরিবার রাজি ছিল না।’
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কিছুদিন আগে তিনি এবং উপদেষ্টা আদিলুর রহমান মুন্সিগঞ্জে গিয়েছিলেন, সেখানে নিহতদের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাঁরা এখন লাশ উত্তোলনের অনুমতি দিয়েছেন। তাই এখন একটি করে লাশ শনাক্তের কাজ করা হবে। নিহতদের পরিবার চাইলে মরদেহ নিয়ে যেতে পারবেন। খুব শিগগিরই এই কাজ শুরু হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়েরবাজার কবরস্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ রয়েছে, যা এখনো শনাক্ত হয়নি। পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে, ডিএনএ পরীক্ষা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’ গণকবর সৃষ্টির নেপথ্যে থাকা সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’
এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে এই খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে...
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তাঁরা। আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্রকে ‘বাস্তবতা’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
৯ ঘণ্টা আগেঐকমত্য কমিশনে নারী আসন বিষয়ে গত ১৪ জুলাই থেকে অন্তত চার দিন আলোচনা হয়েছে। এই আলোচনায় বিএনপি, জামায়াত, সিপিবি, বাসদ, এলডিপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল নারী প্রতিনিধি ছাড়াই অংশ নিয়েছে। কমিশনের আলোচনায় এনসিপি, জেএসডি, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাসদ
১৫ ঘণ্টা আগে