নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ যারা পেয়েছেন মজুত টিকা দিয়ে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হয়েছে নিবন্ধন। টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। চীন উপহার দিয়েছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা। চীন থেকে আরও দেড় কোটি টিকা কিনছে সরকার। কিন্তু অক্সফোর্ডের প্রথম ডোজ পাওয়া যাদের দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য এবার বিকল্প ভাবনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডোজ পূর্ণ করতে ভিন্ন প্রতিষ্ঠানের টিকা দেওয়া যায় কি–না সেটি ভাবা হচ্ছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, স্পেনে ছয় শ বেশি প্রথম ডোজ গ্রহীতাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তারা যে ফল পেয়েছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার। মিক্সড ডোজ নেওয়াদের সবারই প্রথম ডোজের তুলনায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের অনেক মানুষ দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন। এখন আমরা যদি সিনোফার্ম, ফাইজার ও স্পুটনিক–ভি ভ্যাকসিন পাই, আমরাও পরীক্ষা করবো। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজ যাতে দেওয়া যায় সেটি নিয়ে আমিসহ অধিদপ্তরের কয়েকজন কাজ করছি। টিকা হাতে পাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে আশা করি, সরকারের ওপর মহল থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমরা অনেক দূর এগিয়েছি।
এ বিষয়ে প্রস্তুতির বিষয়ে রোবেদ আমিন বলেন, প্রথমে কয়েকজনের মাধ্যমে একটি পরীক্ষা চালানো হতে পারে। পরে চূড়ান্তভাবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) অনুমতি দিলেই এগুলো দ্বিতীয় ডোজে আমরা ব্যবহার করতে পারব। আমি মনে করি, এটাতে কোনো সমস্যা হবে না।
আজ বৃহস্পতিবার প্রতি ডোজ ১০ ডলার দরে দেড় কোটি ডোজ কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে হিসাবে সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার আড়াই গুণ দাম পড়বে। আগামী মাসের মাঝামাঝি এই টিকা দেশে আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
এদিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা। আগামী রোববার জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা আসছে। তবে এ টিকা শুধু ঢাকার ভেতরে চল্লিশোর্ধ্বদের দেওয়া হবে।
এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। চুক্তির বাইরে শিগগিরই আরও ছয় লাখ ডোজ টিকা পাঠাবে বলে জানিয়েছে দেশটি। তবে চলতি মাসে রাশিয়ার স্পুটনিক–ভি–এর ৪০ লাখ ডোজ উপহার আসার কথা থাকলেও সেটি নিশ্চিত করতে পারেনি সরকার। এ ছাড়া বেক্সিমকো সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা এনে দেওয়ার কথা বললেও প্রতিষ্ঠানটি এখন নিশ্চুপ।
ঢাকা: অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ যারা পেয়েছেন মজুত টিকা দিয়ে তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হয়েছে নিবন্ধন। টিকাদান কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। চীন উপহার দিয়েছে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা। চীন থেকে আরও দেড় কোটি টিকা কিনছে সরকার। কিন্তু অক্সফোর্ডের প্রথম ডোজ পাওয়া যাদের দ্বিতীয় ডোজ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের জন্য এবার বিকল্প ভাবনা শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ডোজ পূর্ণ করতে ভিন্ন প্রতিষ্ঠানের টিকা দেওয়া যায় কি–না সেটি ভাবা হচ্ছে।
এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, স্পেনে ছয় শ বেশি প্রথম ডোজ গ্রহীতাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তারা যে ফল পেয়েছেন তা আমাদের জন্য অনুপ্রেরণার। মিক্সড ডোজ নেওয়াদের সবারই প্রথম ডোজের তুলনায় অনেক বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। আমাদের অনেক মানুষ দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন। এখন আমরা যদি সিনোফার্ম, ফাইজার ও স্পুটনিক–ভি ভ্যাকসিন পাই, আমরাও পরীক্ষা করবো। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজ যাতে দেওয়া যায় সেটি নিয়ে আমিসহ অধিদপ্তরের কয়েকজন কাজ করছি। টিকা হাতে পাওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে আশা করি, সরকারের ওপর মহল থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমরা অনেক দূর এগিয়েছি।
এ বিষয়ে প্রস্তুতির বিষয়ে রোবেদ আমিন বলেন, প্রথমে কয়েকজনের মাধ্যমে একটি পরীক্ষা চালানো হতে পারে। পরে চূড়ান্তভাবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) অনুমতি দিলেই এগুলো দ্বিতীয় ডোজে আমরা ব্যবহার করতে পারব। আমি মনে করি, এটাতে কোনো সমস্যা হবে না।
আজ বৃহস্পতিবার প্রতি ডোজ ১০ ডলার দরে দেড় কোটি ডোজ কেনার অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সে হিসাবে সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার আড়াই গুণ দাম পড়বে। আগামী মাসের মাঝামাঝি এই টিকা দেশে আসতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, চীনের সিনোফার্মের টিকার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে। চুক্তি হলে আগামী তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) দেড় কোটি ডোজ টিকা পাওয়া যাবে।
এদিকে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা। আগামী রোববার জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা আসছে। তবে এ টিকা শুধু ঢাকার ভেতরে চল্লিশোর্ধ্বদের দেওয়া হবে।
এর আগে গত ১২ মে চীন থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে বাংলাদেশ। চুক্তির বাইরে শিগগিরই আরও ছয় লাখ ডোজ টিকা পাঠাবে বলে জানিয়েছে দেশটি। তবে চলতি মাসে রাশিয়ার স্পুটনিক–ভি–এর ৪০ লাখ ডোজ উপহার আসার কথা থাকলেও সেটি নিশ্চিত করতে পারেনি সরকার। এ ছাড়া বেক্সিমকো সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা এনে দেওয়ার কথা বললেও প্রতিষ্ঠানটি এখন নিশ্চুপ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসায় বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে। এ জন্য নির্দিষ্ট বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের সিংহভাগ অর্থ যাতে চিকিৎসার কাজে ব্যয় করা যায়, তার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কর মওকুফ চায় সরকার। গত ২৮ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এ দাবি জানিয়েছে মুক্তি
১৯ মিনিট আগেচলতি বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা ঘোষণার পর কয়েকটি নাম নিয়ে ব্যাপার সমালোচনা হয়। পরে তিনজনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ। এ নিয়ে আজ শনিবার জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
২ ঘণ্টা আগেদুই দিনব্যাপী জাতীয় কবিতা উৎসবের উদ্বোধন হলো। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে উৎসবের উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম। ‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগানে শুরু হলো কবিদের এই মিলনমেলা।
৩ ঘণ্টা আগেশনিবার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণসহ বিচার সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধিতে করণীয় নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ ঘণ্টা আগে