Ajker Patrika

ইন্টারনেটের দাম পুনর্বিবেচনার দাবি মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জুলাই ২০২১, ২২: ০৫
ইন্টারনেটের দাম পুনর্বিবেচনার দাবি মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের

ইন্টারনেটের দাম নির্ধারণের ক্ষেত্রে বর্তমান করোনা মহামারি, গ্রাহকদের সামর্থ্য ও পরামর্শ বিবেচনায় নেওয়া হয়নি। কেবল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে এই দাম নির্ধারণ করা হয়েছে; যা গণতান্ত্রিক সরকারের নীতির পরিপন্থী। বাংলাদেশ মোবাইলফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এমন দাবি জানানো হয়েছে।

গত ৬ জুন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার 'এক দেশ এক রেট' স্লোগানে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণী অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই নতুন মূল্য কার্যকর শুরু হলো বলে উল্লেখ করেন মন্ত্রী। নতুন মূল্যতালিকায় পাঁচ এমবিপিএসের মূল্য ধরা হয় ৫০০ টাকা, সাত এমবিপিএসের মূল্য ৮০০ টাকা এবং তৃতীয় প্রজন্মের ২০ এমবিপিএসের মূল্য ধরা হয় ১ হাজার ২০০ টাকা।

প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের অনেকে এই মূল্যকে স্বাগত জানিয়েছেন। তবে ইন্টারনেটের যে গতির কথা বলা হচ্ছে, তা প্রান্তিক পর্যায়ে নেই। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ এ দাবি করেন। দেশব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি পরিমাপের জন্য ড্রাইভ টেস্ট করার জন্যও সরকারের প্রতি তিনি অনুরোধ জানান। প্রান্তিক পর্যায়সহ সারা দেশে মানসম্মত গতি সরবরাহ করতে ব্যর্থ হওয়া আইএসপির লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের কাছে অনুরোধ তাঁর।

সভাপতি মনে করেন, করোনা মহামারিতে অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের পক্ষে এত উচ্চ মূল্যে ইন্টারনেট ব্যবহার কষ্টসাধ্য। আবার রাজধানীসহ দেশের বড় শহরে দেশের বড় আইএসপি অপারেটরদের সর্বনিম্ন প্যাকেজ ১ হাজার টাকার ওপরে। তাই করোনা মহামারিতে দেশের শিক্ষার্থীদের ও প্রান্তিক মানুষের কথা চিন্তা করে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম পুনর্বিবেচনা করার দাবি তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত