Ajker Patrika

নিয়মবহির্ভূত অট্টালিকা জরিমানা করে বৈধতা দেওয়ার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৪১
নিয়মবহির্ভূত অট্টালিকা জরিমানা করে বৈধতা দেওয়ার সুপারিশ

নিয়মবহির্ভূতভাবে নির্মিত সুউচ্চ ভবনের ভিত ঠিক থাকলে জরিমানা করে বৈধতা দিতে বলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয়কে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে কমিটি। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এমন সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

জানা গেছে, কমিটির আগের বৈঠকেই এ বিষয়ে সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। আজকের বৈঠকে নতুন করে তাগাদা দিয়েছে। 

আর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘যেসব সুউচ্চ ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত হয়েছে অথচ রাজউক থেকে যথাসময়ে মনিটরিং করা হয়নি, সেগুলোকে যাচাই-বাছাই করে ভিত সঠিক থাকলে যৌক্তিক জরিমানা করে বৈধতা প্রদানের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিটি পুনঃ সুপারিশ করে।’ 

এতে আরও বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ইতিমধ্যে খননকৃত খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের নিকট হস্তান্তর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করে কমিটি। 

বৈঠকে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৩’ পরীক্ষা-নিরীক্ষা করে কিছু সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর জাতীয় সংসদে পাসের উদ্দেশ্যে সংশোধিত আকারে উত্থাপনের সিদ্ধান্ত হয়। 

কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মনোয়ার হোসেন চৌধুরী, আনোয়ারুল আশরাফ খান, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত