Ajker Patrika

কাপ্তাই লেকে মাছ ৮৬ থেকে কমে ৬৬ প্রজাতি হয়েছে: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৫, ২০: ৩১
রাঙামাটির কাপ্তাই হৃদে মাছের পোনা অবমুক্তকরণ ও ভিজিএফ কার্ডধারী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি
রাঙামাটির কাপ্তাই হৃদে মাছের পোনা অবমুক্তকরণ ও ভিজিএফ কার্ডধারী মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: পিআইডি

রাঙামাটির কাপ্তাই লেকে মাছ ৮৬ প্রজাতি থেকে কমে ৬৬ প্রজাতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ সোমবার (১২ মে) কাপ্তাই হ্রদে পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ তথ্য জানান। অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেন, কাপ্তাই লেকে একসময় ৮৬ প্রজাতির নানা রকমের মাছ থাকলেও বর্তমানে তা কমে ৬৬ প্রজাতির মধ্যে চলে এসেছে। তাই মাছের উৎপাদন বাড়াতে মৎস্য ব্যবসায়ীসহ জেলেদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

উপদেষ্টা বলেন, কাপ্তাই হ্রদে যেসব পর্যটক ঘুরে বেড়ান, তাঁরা বিভিন্নভাবে হ্রদে দূষণ করেন। জেলা পরিষদ ও জেলা প্রশাসন এ বিষয়ে উদ্যোগ নিলে ট্যুরিস্টদের সচেতন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কাপ্তাই লেক দেশের সম্পদ, এই লেককে রক্ষা করতে হবে। এ জন্য সরকার যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করবে। মাছ ধরার নিষিদ্ধ সময়ে কেউ যেন মাছ না ধরতে পারে, সে জন্য নজরদারি বাড়ানো হবে। কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী নিষিদ্ধ জাল ব্যবহার করেন, সেটি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বন্ধের সময় ভিজিএফের আওতায় চালের পরিমাণ ২০ কেজি থেকে বাড়িয়ে ৪০ কেজি করা হবে।

মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন এবং মৎস্যজীবী ব্যবসায়ীদের পক্ষে সভায় স্বাগত বক্তব্য দেন মৎস্য ব্যবসায়ী মাহফুজ উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত