নারায়ণগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশে নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা তৎপর থাকেন।
ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা দিয়ে আসছে। বন্যা–ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও মানবসেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রয়েছে। দেশের বড় বড় দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা।'
অনুষ্ঠানে মোট ২২ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যবহার হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি পরিদর্শন করেন।
বাংলাদেশে নয় বরং ভারতেই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। ভারতের মিডিয়াগুলোই শুধু বাংলাদেশ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। বিশ্বের অন্য কোনো মিডিয়ায় তেমন প্রভাব ফেলছে না।’
আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রধান উপদেষ্টা দেশে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তাতে ষড়যন্ত্র মোকাবিলা ও দেশের শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক সাড়া ফেলবে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, 'বর্তমানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকের সংখ্যা ৫৪ হাজার ৩৪৮ জন। ভবিষ্যতে এর সংখ্যা ৬৫ হাজারের উন্নীত করা হবে। সব দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা তৎপর থাকেন।
ফায়ার সার্ভিস সব সময় বন্ধুর মতো মানুষের সেবা দিয়ে আসছে। বন্যা–ভূমিকম্পের মতো দুর্যোগে সরকারের একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।'
অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, 'দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও মানবসেবার উন্নয়নে সক্রিয় অংশগ্রহণে স্বেচ্ছাসেবীদের ভূমিকা রয়েছে। দেশের বড় বড় দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকেরা।'
অনুষ্ঠানে মোট ২২ জন স্বেচ্ছাসেবকের মধ্যে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা ফায়ার সার্ভিসের উদ্ধারকাজে ব্যবহার হওয়া বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জামাদি পরিদর্শন করেন।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
১৫ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
১৬ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১৬ ঘণ্টা আগে