Ajker Patrika

ঈদযাত্রায় রেলস্টেশনে যাত্রাবিরতি বেড়েছে ২ মিনিট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১২: ৩৩
ঈদযাত্রায় রেলস্টেশনে যাত্রাবিরতি বেড়েছে ২ মিনিট 

ঈদযাত্রায় এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। গত বুধবার থেকে শুরু হওয়া অগ্রিম টিকিটের যাত্রায় সব ট্রেনই প্রায় সময়মতো কমলাপুর স্টেশন ছেড়েছে। যাত্রীরা বলছেন, প্রতিটি ট্রেনই ১০ থেকে ২০ মিনিট বিলম্বে ছাড়ছে। স্টেশন কর্তৃপক্ষের দাবি, এটি স্বাভাবিক। ঈদে সার্বিক বিষয় নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগেই। এতে যাত্রীরাই সুবিধা পাবেন। 

আজ শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ‘বেশির ভাগ ট্রেন বিভিন্ন স্টেশনে দুই মিনিটের জায়গায় চার মিনিট যাত্রাবিরতি দিচ্ছে। এতে যাত্রীরা স্বচ্ছন্দে ও নিরাপদে নামতে পারছে।’ তিনি বলেন, ‘অনেকেই এটিকে শিডিউল বিপর্যয় বলেন। তবে এটি শিডিউল বিপর্যয় নয়। ২৪ ঘণ্টা অতিবাহিত না হলে কোনো ট্রেনের বিলম্বকে শিডিউল বিপর্যয় বলা যায় না।’ 

মাসুদ সারোয়ার আরও বলেন, ‘সাধারণত এক থেকে দুই ঘণ্টা ছাড়তে দেরি হলে সেটাকে বিলম্ব বলা হয়। যেমন দুই ঘণ্টা বিলম্বে ট্রেনটি ছেড়ে গেল। এখন ঈদযাত্রায় আধা ঘণ্টা বা এক ঘণ্টাকে মার্জিনাল ডিলে বলা হয়।’ 

এই স্টেশন ম্যানেজার এই বিলম্বের বিষয়টি ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এখন প্রতিটি ট্রেন ওভারলোড হয়ে যাচ্ছে। ওভারলোড মানে, শতভাগ যাত্রী যাচ্ছে প্রতিটি ট্রেনে। এই যাত্রীদের সঙ্গে বাচ্চা, লাগেজ আবার অনেক বৃদ্ধ মানুষও যাতায়াত করছে। আগে যেখানে প্রতি স্টেশনে দুই মিনিট বিরতি দিত, এখন সেটি দেওয়া হচ্ছে চার মিনিট, যাতে মানুষ নিরাপদে যেতে পারে। এভাবে দুই মিনিট করে ১০টা স্টপেজে বিরতি দিলে ২০ মিনিট হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

এলাকার খবর
Loading...