Ajker Patrika

জলবায়ু অভিবাসীদের জন্য পরামর্শ চেয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জলবায়ু অভিবাসীদের জন্য পরামর্শ চেয়েছে বাংলাদেশ

জলবায়ুর কারণে অভিবাসী হওয়া মানুষদের জন্য আরও পরামর্শ চেয়েছে বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ প্রধান আবদুসাত্তর ইসোয়েভের সঙ্গে সাক্ষাতের সময়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এ পরামর্শ চেয়েছেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত আইওএম’র প্রধান মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। এ সময়ে আবদুসাত্তর ইসোয়েভ পররাষ্ট্রমন্ত্রীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে হওয়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসনের বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঠিক পথ বের করে সমাধানে কাজ করতে পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। ঝড়, বন্যা, নদী ভাঙন, লবণাক্ততায় প্রাকৃতিক দুর্যোগের কারণে গত এক যুগে ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত এক কোটি ৫০ লাখ ৩ হাজার বাংলাদেশি অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছেন। জলবায়ুর ক্ষতির কারণ না হয়েও এর বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশ। এ ১২ বছরে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে ২০২০ সালে, ৪৪ লাখ ৪৩ হাজার। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমর প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আইওএম প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালে বিশ্বে ৫ কোটি ৫০ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়েছে। আর প্রকাশিত তথ্যে বাংলাদেশ অংশে জলবায়ু পরিবর্তনের কারণে সাড়ে ৪৪ লাখ এবং সংঘাতের কারণে ২৩০ জন বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৮ সালে সবচেয়ে কম বাংলাদেশি বাস্তুচ্যুত হয়েছে, ৭৮ হাজার। এ ছাড়া প্রতি বছরই গড়ে সাড়ে ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত