Ajker Patrika

কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কৃষিপণ্যে দামে কারসাজি: অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আলু, ডিম, পেঁয়াজসহ কৃষিপণ্যে কারসাজি করে মূল্য বাড়ানোর ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এই আদেশ দেন। বাণিজ্যসচিবকে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন হাইকোর্ট। 

সেই সঙ্গে কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪ (ছ) ধারা অনুসারে সরকারি ব্যবস্থাপনায় কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার কাঠামো তৈরিতে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। বাণিজ্যসচিব, অর্থসচিব, কৃষিসচিব ও কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক এবং টিসিবির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে কারসাজি করে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তা যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আযাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হঠাৎ পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার

‘মোন্থা’ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, আঘাত হানবে কোথায়

গায়ে থুতু পড়া নিয়ে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষ, অগ্নিসংযোগ

নির্বাচনে যেতে চায় জাপার একাংশ, কৌশল তুলে ধরবে জাতির সামনে

আজকের রাশিফল: মুখটা সামলে রাখুন, শত্রুরা ফেসবুক পোস্টে প্রচুর হা হা দেবে

এলাকার খবর
Loading...