Ajker Patrika

প্ররোচিত আত্মহত্যার মামলা থেকে আনভীরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুলাই ২০২১, ১৯: ৫৭
প্ররোচিত আত্মহত্যার মামলা থেকে আনভীরকে অব্যাহতি

মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁকে অব্যাহতি দিয়ে এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। 

ডিএমপির গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলাটির তদন্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (সম্প্রতি পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলায় বদলী) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, কলেজ ছাত্রী মুনিয়া আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেজন্য গত ১৯ জুলাই তাঁকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোবহানের ছেলে আনভীরের বিরুদ্ধে মুনিয়াকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি তদন্তে-এ কথা বলা হয়েছে প্রতিবেদনে। এই ঘটনার সঙ্গে সম্পর্কিত উদ্ধারকৃত বিভিন্ন আলামত ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি। এ কারণে আনভীরকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। তবে মুনিয়া আত্মহত্যা করেছেন সেটাও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চাঞ্চল্যকর এই মামলায় গত ১৯ জুলাই অনেকটা গোপনীয়ভাবেই তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। আজ ঘটনাটি জানাজানি হওয়ার পর, আদালত সংশ্লিষ্ট কেউ এ সম্পর্কে কোন কিছু জানাচ্ছেন না। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর তার ফোন বন্ধ রেখেছেন। ডিসি (প্রসিকিউশন) জাফর হোসেনকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। 

আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার বন্ধের আগের দিন চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পরে ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া আগামী ২৯ জুলাই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন। 

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত