Ajker Patrika

লঞ্চে আগুনের ঘটনায় তদন্ত কমিটির মেয়াদ তিন কার্যদিবস বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির মেয়াদ আজ বুধবার থেকে আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।

বুধবার রাতে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান। তিনি জানান, তদন্ত কমিটির মেয়াদ বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আবার তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। তিন কর্মদিবস পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। 

গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। আর এখনো খোঁজ মেলেনি বহু মানুষের। 

এই দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। আজ সেই সময় আরও তিন কর্মদিবস বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত