উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। এই কলেজ কেন্দ্রটির মোট ভোটার ১০ হাজার ৬৩৭ জন। ভোট পড়েছে ৯২৩টি।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব ভোট পড়ে। কলেজটিতে দুটি পুরুষ ভোটকেন্দ্র ও দুটি নারী ভোটকেন্দ্র রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি।
সরেজমিন এই ভোটকেন্দ্রটিতে ঘুরে দেখা যায়, ভেতরে তেমন একটা ভোটার না থাকলেও বাইরে প্রার্থীর নেতা-কর্মীদের ভিড়। কিন্তু ভেতরে ভোটকেন্দ্রগুলোতে দু-একজনের বেশি ভোটার দেখা যায়নি। অন্যদিকে খসরু চৌধুরীর কেটলি, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের ট্রাক, জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গল মার্কার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একটি কেন্দ্রে শুধু কেটলির এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখা যায়নি।
অন্যদিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীর এজেন্টদের আড্ডা, গল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। আবার কাউকে কাউকে বিরক্ত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়।
রাজউক কলেজের ১১ নম্বর পুরুষ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ‘এখানে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৭৭টি। সে হিসাবে ১০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে লাঙ্গল, কেটলি ও ট্রাক ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।’
১২ নম্বর পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতৃা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২০০। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২২টি। সে হিসাবে ১০ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক, লাঙ্গল ও ঈগল মার্কার এজেন্ট রয়েছে। কিন্তু বাকি ছয়টি মার্কার কোনো এজেন্ট নেই।’
১৩ নম্বর নারী কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘২ হাজার ২৯ ভোটারের মধ্যে ১৬৩ ভোট পড়েছে। শতকরা হিসেবে ৭ দশমিক ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে ট্রাক ও কেটলি মার্কার এজেন্ট থাকলেও অন্য কোনো মার্কার প্রার্থীর এজেন্ট নেই।’
১৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহাদেব কুমার দেবনাথ বলেন, ‘২ হাজার ৮২২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬১ জন। সে হিসাবে ভোট পড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট আছে। কিন্তু বাকিদের এজেন্ট নেই।’
প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ‘দুপুরের দিকে তুলনামূলক ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের কোথাও কোনো ঝামেলা হয়নি, অপ্রীতির ঘটনা ঘটেনি।’
কিন্তু ওই কেন্দ্রে কেটলি মার্কার এজেন্ট ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। কেটলি মার্কার এজেন্ট আবু রায়হান বলেন, ‘ট্রাক ও লাঙ্গলেরও এজেন্ট ছিল। কিন্তু তারা চলে গেছে।’
ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতালের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। এই কলেজ কেন্দ্রটির মোট ভোটার ১০ হাজার ৬৩৭ জন। ভোট পড়েছে ৯২৩টি।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব ভোট পড়ে। কলেজটিতে দুটি পুরুষ ভোটকেন্দ্র ও দুটি নারী ভোটকেন্দ্র রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি।
সরেজমিন এই ভোটকেন্দ্রটিতে ঘুরে দেখা যায়, ভেতরে তেমন একটা ভোটার না থাকলেও বাইরে প্রার্থীর নেতা-কর্মীদের ভিড়। কিন্তু ভেতরে ভোটকেন্দ্রগুলোতে দু-একজনের বেশি ভোটার দেখা যায়নি। অন্যদিকে খসরু চৌধুরীর কেটলি, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের ট্রাক, জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গল মার্কার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একটি কেন্দ্রে শুধু কেটলির এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখা যায়নি।
অন্যদিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীর এজেন্টদের আড্ডা, গল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। আবার কাউকে কাউকে বিরক্ত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়।
রাজউক কলেজের ১১ নম্বর পুরুষ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ‘এখানে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৭৭টি। সে হিসাবে ১০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে লাঙ্গল, কেটলি ও ট্রাক ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।’
১২ নম্বর পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতৃা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২০০। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২২টি। সে হিসাবে ১০ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক, লাঙ্গল ও ঈগল মার্কার এজেন্ট রয়েছে। কিন্তু বাকি ছয়টি মার্কার কোনো এজেন্ট নেই।’
১৩ নম্বর নারী কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘২ হাজার ২৯ ভোটারের মধ্যে ১৬৩ ভোট পড়েছে। শতকরা হিসেবে ৭ দশমিক ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে ট্রাক ও কেটলি মার্কার এজেন্ট থাকলেও অন্য কোনো মার্কার প্রার্থীর এজেন্ট নেই।’
১৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহাদেব কুমার দেবনাথ বলেন, ‘২ হাজার ৮২২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬১ জন। সে হিসাবে ভোট পড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট আছে। কিন্তু বাকিদের এজেন্ট নেই।’
প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ‘দুপুরের দিকে তুলনামূলক ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের কোথাও কোনো ঝামেলা হয়নি, অপ্রীতির ঘটনা ঘটেনি।’
কিন্তু ওই কেন্দ্রে কেটলি মার্কার এজেন্ট ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। কেটলি মার্কার এজেন্ট আবু রায়হান বলেন, ‘ট্রাক ও লাঙ্গলেরও এজেন্ট ছিল। কিন্তু তারা চলে গেছে।’
ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতালের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম।’
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
৫ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৬ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৮ ঘণ্টা আগে