কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গত বৃহস্পতিবার সকালে। রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত নৃশংসতার বিষয়ে তাঁর কাছে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বালুখালি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ এবাদুল্লাহর (২৭)। কিন্তু আইসিসি কর্মকর্তা ক্যাম্পে প্রবেশের ঠিক আগে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন সম্প্রদায়টির এই তরুণ নেতা।
এই খুনের বিষয়ে গতকাল শুক্রবার করিম এ এ খান বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষকে নিশানা বানানো হয়, তখন তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত।
বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিন ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল সংবাদ সম্মেলনে করিম খান এ কথা বলেন। বাংলাদেশ সরকার সহযোগিতা অব্যাহত রাখায় আইসিসি রাখাইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো তদন্ত করতে পারছে বলে তিনি জানান।
করিম খান বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত আইসিসি দ্রুত শেষ করতে চায়। এ জন্য আইসিসি কর্মকর্তারা বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করছে। এ ক্ষেত্রে শুধু কথা নয়, কাজের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন করেছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার এবং এর সুষ্ঠু প্রয়োগের মধ্যে দূরত্ব রয়েছে বলেই এটা জরুরি।
এবারের সফরে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন আইসিসি কর্মকর্তা।
রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসি কৌঁসুলি। জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, গত মার্চ পর্যন্ত রোহিঙ্গাদের তিন বেলা খাবারের জন্য টাকা দেওয়া হতো। কিন্তু মার্চের পর থেকে কেউ দুই বেলা খাচ্ছে। কেউ কেউ সেটিও পাচ্ছে না।
রোহিঙ্গাদের প্রতিদিনের জন্য ৯ টাকা দেওয়া হয়, এমন তথ্য দিয়ে করিম খান বলেন, কী কিনতে পারে তারা ৯ টাকায়, যখন একটি ডিমের দাম ১২ টাকা।
আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গত বৃহস্পতিবার সকালে। রোহিঙ্গাদের সঙ্গে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে সংঘটিত নৃশংসতার বিষয়ে তাঁর কাছে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বালুখালি ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ এবাদুল্লাহর (২৭)। কিন্তু আইসিসি কর্মকর্তা ক্যাম্পে প্রবেশের ঠিক আগে অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন সম্প্রদায়টির এই তরুণ নেতা।
এই খুনের বিষয়ে গতকাল শুক্রবার করিম এ এ খান বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের মানুষকে নিশানা বানানো হয়, তখন তাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ানো উচিত।
বাংলাদেশে চার দিনের সফরের শেষ দিন ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে গতকাল সংবাদ সম্মেলনে করিম খান এ কথা বলেন। বাংলাদেশ সরকার সহযোগিতা অব্যাহত রাখায় আইসিসি রাখাইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগগুলো তদন্ত করতে পারছে বলে তিনি জানান।
করিম খান বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তদন্ত আইসিসি দ্রুত শেষ করতে চায়। এ জন্য আইসিসি কর্মকর্তারা বাংলাদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করছে। এ ক্ষেত্রে শুধু কথা নয়, কাজের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর যারা নির্যাতন করেছে, তাদের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, আন্তর্জাতিক ন্যায়বিচার এবং এর সুষ্ঠু প্রয়োগের মধ্যে দূরত্ব রয়েছে বলেই এটা জরুরি।
এবারের সফরে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন আইসিসি কর্মকর্তা।
রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ কমতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন আইসিসি কৌঁসুলি। জাতিসংঘ শরণার্থী সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, গত মার্চ পর্যন্ত রোহিঙ্গাদের তিন বেলা খাবারের জন্য টাকা দেওয়া হতো। কিন্তু মার্চের পর থেকে কেউ দুই বেলা খাচ্ছে। কেউ কেউ সেটিও পাচ্ছে না।
রোহিঙ্গাদের প্রতিদিনের জন্য ৯ টাকা দেওয়া হয়, এমন তথ্য দিয়ে করিম খান বলেন, কী কিনতে পারে তারা ৯ টাকায়, যখন একটি ডিমের দাম ১২ টাকা।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
৮ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
৯ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
৯ ঘণ্টা আগে