কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।
এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে।
তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
১৯৭৪ সালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। ৪৬ বছর পর আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) আবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
১৯৭৪ সালের বৈঠকে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন। আর যুক্তরাজ্যের পক্ষে বৈঠকে অংশ নেন তৎকালীন সেক্রেটারি অব স্টেট ফরেন অ্যান্ড কমনওয়েলথ অ্যাফেয়ার্স জেমস কালাগান।
এ ব্যাপারে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জানান, দুই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ব্রেক্সিট পরবর্তী অংশীদারত্বের কৌশল নিয়ে আলোচনা হবে। বৈঠকটি লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনায় আসবে।
তিনি জানান, বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, করোনা পরবর্তী টিকা সহযোগিতা ও অর্থনৈতিক অংশীদারত্ব এবং বাংলাদেশ ভ্রমণ বিষয়টি যুক্তরাজ্যের লাল তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
কপ-২৬-এর সভাপতি অলোক শর্মার সঙ্গেও বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যের শীর্ষ থিংক ট্যাংক চাথাম হাউসে জলবায়ু নিয়ে বক্তৃতা দেবেন একে আবদুল মোমেন। এতে মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান স্পিকার মোহাম্মদ নাশিদসহ রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা অংশ নেবেন। সেই সঙ্গে যুক্তরাজ্যের ব্যবসায়িক সংগঠনগুলোতে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ৫০ বছর পূর্তি ও ব্রেক্সিট পরবর্তী অর্থনৈতিক সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধু লাইব্রেরি উদ্বোধন করেন একে আবদুল মোমেন। এ ছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি প্রবাসী ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। আর যুক্তরাজ্যের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর।
বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার শ্রমিক নেবে বিনা খরচে।
৬ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় এবার বিদ্যুৎ-চালিত (ইলেকট্রিক) বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। এ জন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে পাঠানো এই প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পে ৪০০ বিদ্যুৎ-চালিত বাস কেনা হবে। এসব বাসের ডিপো...
৭ ঘণ্টা আগেধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের দায়েরকৃত নির্বাচনী মামলার রায় ও নির্বাচন কমিশনের আপিল দায়ের না করা বিষয়ে কোন আইনি জটিলতা আছে কিনা-সে বিষয়ে আইন ও বিচার বিভাগে চিঠি দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগেইন্টারনেটের দাম জুলাই থেকে ২০ শতাংশ কমছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি বলেছেন, ‘মূল্য এ বছরের জুলাই মাস থেকে ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) স্তরে ইন্টারনেটের দাম ২০ শতাংশ হারে কমানো হবে।’
১১ ঘণ্টা আগে