নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তিনি বলেননি যে, উনি পদত্যাগ করবেন। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, আমাদের সঙ্গে থাকছেন। উনি পদত্যাগ করবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।’
আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।
কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এর আগে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন।’
সাক্ষাতের পর নাহিদ ইসলাম বিবিসিকে জানান, নাহিদ বিবিসিকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না—এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ। নাহিদ বলেন, ‘স্যার বলছেন, ‘‘আমি যদি কাজ করতে না পারি...যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.... . । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না। যদি রাজনৈতিক দলগুলা, তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পার।’
এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে নাহিদ অনুরোধ করেন বলেও জানিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তিনি বলেননি যে, উনি পদত্যাগ করবেন। এমনটাই জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার পর উপদেষ্টা পরিষদের অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
উপদেষ্টা বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, আমাদের সঙ্গে থাকছেন। উনি পদত্যাগ করবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।’
আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা জানান।
কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
এর আগে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে তাঁর সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেদিন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে সময় তিনি জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন।’
সাক্ষাতের পর নাহিদ ইসলাম বিবিসিকে জানান, নাহিদ বিবিসিকে বলেন, ‘দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।’
প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না—এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ। নাহিদ বলেন, ‘স্যার বলছেন, ‘‘আমি যদি কাজ করতে না পারি...যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ-অভ্যুত্থানের পর। দেশের পরিবর্তন, সংস্কার.... . । কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে। আমি তো এভাবে কাজ করতে পারব না। যদি রাজনৈতিক দলগুলা, তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পার।’
এ সময় প্রধান উপদেষ্টাকে পদত্যাগ না করতে নাহিদ অনুরোধ করেন বলেও জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা মো. হাসানের লাশ আজ শনিবার সন্ধ্যায় থাইল্যান্ড থেকে ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় তাঁর লাশ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম লাশ গ্ৰহণ করেন। এরপর লাশে পুষ্পস্তবক
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত রাজনৈতিক শক্তি ও বিদেশি ষড়যন্ত্রের ইন্ধনে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হচ্ছে। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুঞ্জনের মধ্যে উদ্ভূত পরিস্থিতিতে এক অনির্ধারিত বৈঠকে পরিষদ সতর্ক করে বলেছে, এসব ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার পেছনে
৪ ঘণ্টা আগেসড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) আলাদাভাবে সড়ক নিরাপত্তাবিষয়ক একটি ইউনিট খোলা হবে। ২০২৫-২৬ অর্থবছরে এই ইউনিটের জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখার চেষ্টা করা হবে। আগামী অর্থবছরে সড়কে নানা অবকাঠামো নির্মাণের পাশাপাশি সমান
৪ ঘণ্টা আগেআজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
৪ ঘণ্টা আগে