Ajker Patrika

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিজ্ঞপ্তি
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ২২: ২২
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িত সবাইকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। ছবি: বিজ্ঞপ্তি
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িত সবাইকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন। ছবি: বিজ্ঞপ্তি

পবিত্র রমজান মাসে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডসহ (বিআরইবি) বিদ্যুৎ বিতরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি গতকাল রোববার (২০ এপ্রিল) তাঁর সরকারি বাসভবন যমুনায় এই ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিআরইবি এই অর্জনকে বিদ্যুৎ বিতরণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সব কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। আমাদের সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য বিদ্যুতের অপচয় রোধে গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব ও বিদ্যুৎ উৎপাদনের চ্যালেঞ্জ বিষয়ে দেশব্যাপী মসজিদে মসজিদে খুতবা প্রচার করা হয়েছে। একই সঙ্গে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়েছে।’

বিআরইবির চেয়ারম্যান বিজ্ঞপ্তিতে বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা প্রজাতন্ত্রের কর্মচারীদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। তিনি বিআরইবি ও দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত