Ajker Patrika

সংক্রমণ প্রতিরোধে উপকূলে কোস্টগার্ডের টহল জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংক্রমণ প্রতিরোধে উপকূলে কোস্টগার্ডের টহল জোরদার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন ছিল আজ বৃহস্পতিবার। এ দিন উপকূলীয় এলাকার বিভিন্ন নদ-নদী, লঞ্চ ঘাট, ফেরি ঘাট ও গুরুত্বপূর্ণ চ্যানেলে কোস্টগার্ডের নিয়মিত টহল আরও জোরদার করা হয়। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। 

তিনি জানান, বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের আওতাধীন এলাকার মধ্যে গজারিয়া, চাঁদপুর, বক্তাবলী ফেরি ঘাট, হাইমচর, মাওয়া দিয়ে নৌ-পথে মানুষের যাতায়াত বন্ধে চেক পয়েন্ট বসানো হয়। পূর্ব জোন চট্টগ্রামে, পশ্চিম জোন খুলনা এবং দক্ষিণ জোন বরিশালের বিভিন্ন নৌপথে ঘাট এলাকায় চেক পয়েন্ট বসানো হয়। 

আওতাভুক্ত এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডের নিয়মিত টহল অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এর আগে সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। এ সময়ে সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিং মল, দোকানপাট বন্ধ থাকবে। কঠোর লকডাউন কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট, শিল্প কলকারখানা। কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত