ঢাবি প্রতিনিধি
গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ঢাকা সফরে আসা সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে জানানো হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টার আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ ইরা ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সাংবাদিকেরা তা তাঁর কাছে জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি স্টাডি করছে বাংলাদেশ। গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলোর র্যাবের কনসেপ্ট দেয়। তৎকালীন সরকারকে তারা (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য) র্যাবের জন্য ইকুইপমেন্ট দেয়। সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। পারফরম্যান্সের জন্য দেশের জনগণ তাদের চায়৷
‘আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এই জিনিসগুলো ওভারকাম করব। র্যাবের বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয় মন্তব্য করে মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সব সময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। সত্তরের নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, ব্যালটের মাধ্যমে এসেছে। ব্যালট যাতে স্বচ্ছ হয়, সে জন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাইর থেকে দেখা যায় ৷ আমরা নকল ভোটার এড়ানোর জন্য আইডি করেছি।’
‘স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানই সরকারের মৌলিক উদ্দেশ বলে দাবি করেন আওয়ামী লীগ সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ঢাকা সফরে আসা সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর কাছে জানানো হবে।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টার আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন জাপানোলজি ইন নিউ ইরা ২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তাঁর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা হবে, সাংবাদিকেরা তা তাঁর কাছে জানতে চান।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি স্টাডি করছে বাংলাদেশ। গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশের পক্ষ থেকে র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হবে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘র্যাব যখন তৈরি হয় তখন আমেরিকা, যুক্তরাজ্যের পরামর্শেই তৈরি হয়। তখনকার পরিস্থিতি বিবেচনা করে ওই দেশগুলোর র্যাবের কনসেপ্ট দেয়। তৎকালীন সরকারকে তারা (যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য) র্যাবের জন্য ইকুইপমেন্ট দেয়। সময়ের সঙ্গে সঙ্গে র্যাব এখন অনেক পরিপক্ব। পারফরম্যান্সের জন্য দেশের জনগণ তাদের চায়৷
‘আমেরিকা অন্য বুদ্ধিতে তাদের ওপর প্রেশার দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে তাদের সঙ্গে এই জিনিসগুলো ওভারকাম করব। র্যাবের বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।’
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে ‘অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দেওয়া হয় মন্তব্য করে মোমেন বলেন, ‘আওয়ামী লীগ সব সময় একটা স্বচ্ছ নির্বাচন করতে চায়। সত্তরের নির্বাচনসহ পরবর্তী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। কোনো বুলেটের মাধ্যমে আসে নাই, ব্যালটের মাধ্যমে এসেছে। ব্যালট যাতে স্বচ্ছ হয়, সে জন্য স্বচ্ছ ভোট বাক্স তৈরি করেছি, যাতে বাইর থেকে দেখা যায় ৷ আমরা নকল ভোটার এড়ানোর জন্য আইডি করেছি।’
‘স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন’ অনুষ্ঠানই সরকারের মৌলিক উদ্দেশ বলে দাবি করেন আওয়ামী লীগ সরকারের এই পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ডোনাল্ড লু সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া প্রণয়ন শেষে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবারই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী কমিশন। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের যে বিষয়গুলোয় রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেগুলোই অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে।
৭ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, গুম, হামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে এখনো বিশেষ অভিযানে প্রতিদিন এক-দেড় হাজার আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আসামিকে পাঠানো হচ্ছে কারাগারে।
৭ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের ৮০০ কোটি টাকার কাজ বাকি রেখে উধাও হয়েছেন ১৬ ঠিকাদার। তাঁরা কাজ না করে আগেভাগে বিল তুলে ৫ আগস্টের পর থেকে পলাতক। ফলে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট এবং বগুড়ায় সেচের সুবিধার্থে নেওয়া এ প্রকল্পের তিনটি সেক্টরের মধ্যে একটির কাজ বন্ধ রয়েছে।
৮ ঘণ্টা আগেবোরোর সংগ্রহ আশানুরূপ হওয়ার দেশের সরকারি গুদামে খাদ্যদ্রব্যের মজুত এখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সরকারি গুদামগুলোতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত ধান, চাল ও গম—এই তিন ধরনের খাদ্যের মজুত দাঁড়িয়েছে রেকর্ড ২০ লাখ ৭৩ হাজার টনে।
৮ ঘণ্টা আগে