অনলাইন ডেস্ক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ভোরে ডিবি পুলিশের সহায়তায় রমনার সচিব নিবাসের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার ভিত্তিতে তাঁকে ভোরে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। দুপুরে তাঁকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
দুদকের সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। আটকের পর গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জাহাঙ্গীর আলমকে পরে আদালতে হাজির করা হয়। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় অন্তর্বর্তী সরকার। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলমকে আজ মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। ভোরে ডিবি পুলিশের সহায়তায় রমনার সচিব নিবাসের বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকের মামলা আছে। দুদকের চাহিদার ভিত্তিতে তাঁকে ভোরে ডিবি পুলিশ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়। দুপুরে তাঁকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।
দুদকের সূত্র জানায়, জাহাঙ্গীর আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-১ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন। আটকের পর গতকাল দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত বাদী হয়ে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেন। মামলায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৭৫০ টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
জাহাঙ্গীর আলমকে পরে আদালতে হাজির করা হয়। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত আজকের পত্রিকাকে জানান, জাহাঙ্গীর আলমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২৩ সালের অক্টোবরে জাহাঙ্গীর আলম স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২০ আগস্ট তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। ২৮ অক্টোবর তাঁকে বাধ্যতামূলক অবসর দেয় অন্তর্বর্তী সরকার। তাঁর গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন।
দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল রোববার (২ মার্চ) থেকে শুরু হবে মাহে রমজানের সিয়াম সাধনা। এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগেরমজান মাসে ইফতারের সময় পানি পান করার জন্য মেট্রোরেলের যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
২ ঘণ্টা আগেবিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে জ্বালানি বিভাগ। তবে মার্চ মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
৩ ঘণ্টা আগেপবিত্র রমজান শুরুর দিন নির্ধারণ করতে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
৩ ঘণ্টা আগে