নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সৌদি সরকার ওমরাহ বিষয় বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি ওমরাহ ভিসা বন্ধ দাবি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, কিছুদিন যাবৎ দেশের গণমাধ্যমগুলোতে ‘হঠাৎ ওমরাহ ভিসা বন্ধ: বিপাকে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা’ কিংবা ‘ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা: ক্ষতির মুখে হজ এজেন্সি’— এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ভিসা বন্ধ হয়নি। দেশের হজ এজেন্সিগুলোকে উড়োজাহাজের ভাড়ার বুকিং ও হোটেলের রিজার্ভেশনসহ সৌদি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) তথ্য অনুযায়ী, প্রতি বছর রমজান মাসে আনুমানিক এক লাখ বাংলাদেশি ওমরাহ পালন করেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে বাংলাদেশের প্রায় ২০ হাজার ওমরাহযাত্রী এ বছর রমজান মাসে ওমরাহ পালনে যেতে পারছে না বলে হাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, এ দেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না—এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ১৩ মার্চ এ মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে একটি ডিও পত্র পাঠান।
উপদেষ্টা বলেন, সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ বা ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ পালনে হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইনসের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরাহ এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাহলে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি।
উপদেষ্টা বলেন, জেদ্দায় বাংলাদেশের হজ অফিস জানিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানিগুলোর নির্ধারিত কোটা শেষ হলে ওই কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপ আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।
উপদেষ্টা আরও বলেন, রমজান মাসে অনেকে বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন। কিন্তু ভিসা না হওয়ায় ওমরাহ পালন করতে যেতে পারেননি বা যেতে পারছেন না। অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে ওমরাহ যাত্রী ও হজ এজেন্সিগুলো আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। ওমরাহ যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সাউদিয়া এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করা হয়েছে। উড়োজাহাজের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারেন সেলক্ষ্যে কাজ চলছে।
সৌদি সরকার ওমরাহ বিষয় বন্ধ করেনি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্প্রতি ওমরাহ ভিসা বন্ধ দাবি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, কিছুদিন যাবৎ দেশের গণমাধ্যমগুলোতে ‘হঠাৎ ওমরাহ ভিসা বন্ধ: বিপাকে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা’ কিংবা ‘ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা: ক্ষতির মুখে হজ এজেন্সি’— এ ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়ে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, ভিসা বন্ধ হয়নি। দেশের হজ এজেন্সিগুলোকে উড়োজাহাজের ভাড়ার বুকিং ও হোটেলের রিজার্ভেশনসহ সৌদি হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) তথ্য অনুযায়ী, প্রতি বছর রমজান মাসে আনুমানিক এক লাখ বাংলাদেশি ওমরাহ পালন করেন। চলতি বছর সৌদি কর্তৃপক্ষ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা দেওয়া বন্ধ করে দেয়। এ কারণে বাংলাদেশের প্রায় ২০ হাজার ওমরাহযাত্রী এ বছর রমজান মাসে ওমরাহ পালনে যেতে পারছে না বলে হাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, এ দেশের ওমরাহ যাত্রীদের ভিসা প্রদান করা হচ্ছে না—এ বিষয়টি অবহিত হওয়ার পরপরই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রথমে ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে মৌখিকভাবে অনুরোধ জানানো হয়। পরবর্তীতে ১৩ মার্চ এ মন্ত্রণালয়ের সচিব মহোদয় ভিসা প্রদান কার্যক্রম চালু রাখার বিষয়ে ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে একটি ডিও পত্র পাঠান।
উপদেষ্টা বলেন, সৌদি রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ বা ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ পালনে হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইনসের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরাহ এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে তাহলে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। প্রকৃতপক্ষে, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি।
উপদেষ্টা বলেন, জেদ্দায় বাংলাদেশের হজ অফিস জানিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় চার শতাধিক সৌদি ওমরাহ কোম্পানিকে বিভিন্ন দেশের এজেন্সির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওমরাহ কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়ে রেখেছেন। এই কোম্পানিগুলোর নির্ধারিত কোটা শেষ হলে ওই কোম্পানিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট দেশের ভিসা প্রদান কার্যক্রম বন্ধ করা হয়। বাংলাদেশে অনুমোদিত ওমরাহ এজেন্সির পাশাপাশি সৌদি আরবের নুসুক অ্যাপ আইডি ও পাসওয়ার্ড প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান ওমরাহ কার্যক্রম পরিচালনা করতে পারে।
উপদেষ্টা আরও বলেন, রমজান মাসে অনেকে বিমানের টিকিট বুকিং দিয়ে রেখেছিলেন। কিন্তু ভিসা না হওয়ায় ওমরাহ পালন করতে যেতে পারেননি বা যেতে পারছেন না। অনেকে টিকিট বাতিল করতে বাধ্য হয়েছেন। এর ফলে ওমরাহ যাত্রী ও হজ এজেন্সিগুলো আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। ওমরাহ যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সাউদিয়া এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করা হয়েছে। উড়োজাহাজের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরাহ যাত্রীরা যাতে রমজান মাসেই ওমরাহ পালন করতে যেতে পারেন সেলক্ষ্যে কাজ চলছে।
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাক্ষাৎ করেন তাঁরা।
৩৪ মিনিট আগেনেপালের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলতে এবং দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘরে অবস্থান করার পরামর্শ দিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাস।
২ ঘণ্টা আগেগার্মেন্টসসহ বিভিন্ন খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হয়ে দেশে ফিরছেন ১৮০ জন বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাঁদের নিয়ে একটি বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় রুটের বিমান চলাচল স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিমানের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট ত্রিভুবন বিমানবন্দরের কাছাকাছি গিয়েও
৩ ঘণ্টা আগে