Ajker Patrika

২৪ মে মহাসড়কে বিক্ষোভ করবে পরিবহন শ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক
২৪ মে মহাসড়কে বিক্ষোভ করবে পরিবহন শ্রমিকেরা

ঢাকা: পরিবহন মালিক-শ্রমিকদের আন্দোলনের পরে এখনো চালু হয়নি দূরপাল্লার বাস। সেজন্য দূরপাল্লার পরিবহন চালুর দাবিতে দেশের মহাসড়কে আগামী ২৪ মে (সোমবার) বিক্ষোভ কর্মসূচি করবে পরিবহন শ্রমিকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী শনিবার (২২ মে) আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে শ্রমিকদের অনেক কষ্ট করতে হচ্ছে। তাঁদের এ কষ্টের কথা আমরা সরকারকে বারবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বলেছি। কিন্তু সরকার কোনভাবেই আমাদের কথা রাখছেন না এবং দূরপাল্লার গাড়ি চালু করছেন না। ফলে শ্রমিকেরা আগামী ২৪ মে (সোমবার) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।'

এর আগে পরিবহন শ্রমিকদের আন্দোলনের মুখে জেলা শহরের মধ্যে চালু হয়েছে গণপরিবহন।

করোনা সংক্রমণ বাড়ার কারণে গত এপ্রিল মাসের ৫ তারিখ থেকে সারা দেশে চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। সে বিধিনিষেধ এখনো অব্যাহত রয়েছে। ফলে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস এবং যাত্রীবাহী লঞ্চ চলাচল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মাদ্রাসা সুপারসহ তিনজন আটক

মধুচন্দ্রিমায় স্বামী নিহত, কফিন জড়িয়ে হিমাশি

বিজিবির সাবেক মহাপরিচালক সাফিনুলের পরিবারের ৫৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৬ বছর আগে নিহত শিশু ও সাত বছর ধরে প্রবাসী অষ্টগ্রামে মামলার আসামি!

এটা ছোটখাটো অপহরণ: চবির ৫ শিক্ষার্থীকে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত