Ajker Patrika

ফাইজারের আরও ১০ লাখ টিকা ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইজারের আরও ১০ লাখ টিকা ঢাকায়

টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।

বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন। 

এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা। 

এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত