নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা।
এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের আরও ১০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারলাইনসের একটি বিমান টিকাগুলো নিয়ে অবতরণ করে।
বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া টিকাগুলো গ্রহণ করেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১১ লাখ ৬২০ ডোজ টিকা পেল বাংলাদেশ। এ ছাড়া দেশটি থেকে মডার্নার ৫৫ লাখ টিকা এসেছে। এই টিকার প্রথম চালানে এসেছিল ১ লাখ ৬২০ ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি থেকে গত আট মাসে কেনা, উপহার ও টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্না ও ফাইজারের ৩ কোটি ৯১ লাখ ২৫ হাজার ২৫৭ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্য শুধু আগস্টেই এসেছে ১ কোটি ২৪ লাখ ৭০ হাজার ২৫০ ডোজ টিকা।
এ সময় স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, সবকিছু অনুকূলে থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের ৮ থেকে ৯ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে। চলতি মাসেই ফাইজারের আরও ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশাবাদী। সেপ্টেম্বরে দুই থেকে আড়াই কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে লড়ে যাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে।
আলোচিত এস আলম গ্রুপের ও এর স্বার্থসংশ্লিষ্ট আরও ১১ ব্যক্তিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন
২৭ মিনিট আগেশেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়বকে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টা তাঁদেরকে নিজের বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন জানিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। ১৪টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৫ লাখ টাকা জমা আছে বলে আদালত সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেভূমিকম্পে কাঁপল রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি এলাকা। আজ বুধবার সকালে ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।
৫ ঘণ্টা আগে