নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘জুলাই গণ-অভ্যুত্থানে’ আহতদের একাংশের হামলার ঘটনায় গতকাল বুধবার দুপুর থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ৫ ঘণ্টার বেশি সময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
নিরাপত্তাহীনতায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বড় একটি অংশ হাসপাতাল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, তাঁদের কাউকে কাউকে জিম্মি করে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর একটি ইউনিট গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল বেলা ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একপর্যায়ে লাঠিপেটাও করে। সন্ধ্যার দিকে আহতদের একটি অংশ হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। তারা বাইরে সড়ক অবরোধ করে রাখে।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার আন্দোলনে চোখ হারানো চার ব্যক্তি—শিমুল, সাগর, মারুফ ও আবু তাহের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে চিকিৎসায় অবহেলা ও বিদেশে চিকিৎসা না করানোর অভিযোগ তোলেন তাঁরা। হঠাৎ পকেট থেকে বিষের শিশি নিয়ে পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁদের সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এর জেরে গতকাল সকাল থেকেই হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা অভিযোগ করেন, আগের দিন আন্দোলনকারীরা পরিচালকের গায়ে হাত তোলেন, অফিসকক্ষ ভাঙচুর করেন এবং কর্মীদের হুমকি দেন।
এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সকাল থেকেই কর্মবিরতিতে যান। কর্মবিরতির মধ্যেই গতকাল আবারও সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারিও হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাঁদের মধ্যে সাধারণ রোগীও রয়েছেন।
নুরে আলম বাবু নামের একজন চিকিৎসক বলেন, ‘পরিচালকের গায়ে হাত তোলা হয়েছে, অফিস রুম ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আমরা সবাই কর্মবিরতিতে গিয়েছি।’
বিষপানকারী আবু তাহের অভিযোগ করেন, ‘পরিচালকের সঙ্গে বরাদ্দের টাকা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তিনি কথা না শুনেই উঠে চলে যান। চিকিৎসা তো হচ্ছেই না, বরং একটি সিন্ডিকেট টাকা আত্মসাৎ করছে।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘আমার চিকিৎসক-নার্সদের জিম্মি করা হয়েছিল। আন্তমন্ত্রণালয় বৈঠকে করণীয় ঠিক হবে।’
‘জুলাই গণ-অভ্যুত্থানে’ আহতদের একাংশের হামলার ঘটনায় গতকাল বুধবার দুপুর থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাসেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ৫ ঘণ্টার বেশি সময় হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে চিকিৎসা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।
নিরাপত্তাহীনতায় চিকিৎসক, নার্স ও কর্মচারীদের বড় একটি অংশ হাসপাতাল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, তাঁদের কাউকে কাউকে জিম্মি করে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর একটি ইউনিট গিয়ে তাঁদের উদ্ধার করে।
গতকাল বেলা ১১টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আহতদের সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং একপর্যায়ে লাঠিপেটাও করে। সন্ধ্যার দিকে আহতদের একটি অংশ হাসপাতাল চত্বরে অবস্থান নেয়। তারা বাইরে সড়ক অবরোধ করে রাখে।
হাসপাতাল-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার আন্দোলনে চোখ হারানো চার ব্যক্তি—শিমুল, সাগর, মারুফ ও আবু তাহের পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে চিকিৎসায় অবহেলা ও বিদেশে চিকিৎসা না করানোর অভিযোগ তোলেন তাঁরা। হঠাৎ পকেট থেকে বিষের শিশি নিয়ে পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে তাঁদের সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়। এর জেরে গতকাল সকাল থেকেই হাসপাতালজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা অভিযোগ করেন, আগের দিন আন্দোলনকারীরা পরিচালকের গায়ে হাত তোলেন, অফিসকক্ষ ভাঙচুর করেন এবং কর্মীদের হুমকি দেন।
এসব ঘটনার প্রতিবাদে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সকাল থেকেই কর্মবিরতিতে যান। কর্মবিরতির মধ্যেই গতকাল আবারও সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। ধাক্কাধাক্কির একপর্যায়ে মারামারিও হয়। এতে অন্তত ১০ জন আহত হন, যাঁদের মধ্যে সাধারণ রোগীও রয়েছেন।
নুরে আলম বাবু নামের একজন চিকিৎসক বলেন, ‘পরিচালকের গায়ে হাত তোলা হয়েছে, অফিস রুম ভাঙচুর করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আমরা সবাই কর্মবিরতিতে গিয়েছি।’
বিষপানকারী আবু তাহের অভিযোগ করেন, ‘পরিচালকের সঙ্গে বরাদ্দের টাকা নিয়ে কথা বলতে গিয়েছিলাম। তিনি কথা না শুনেই উঠে চলে যান। চিকিৎসা তো হচ্ছেই না, বরং একটি সিন্ডিকেট টাকা আত্মসাৎ করছে।’
জানতে চাইলে হাসপাতালের পরিচালক অধ্যাপক খায়ের আহমেদ চৌধুরী বলেন, ‘আমার চিকিৎসক-নার্সদের জিম্মি করা হয়েছিল। আন্তমন্ত্রণালয় বৈঠকে করণীয় ঠিক হবে।’
আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসর এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি কর
৮ ঘণ্টা আগেগত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে পুলিশ বাহিনীতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিকে
৮ ঘণ্টা আগেচাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগেদুই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সময়মতো না দেওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আলতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইইডির ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আর এ নিয়ে চলছে তোলপাড়।
৯ ঘণ্টা আগে