নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে চারজনের করা আপিল মামলায় আগামী ৩ মার্চ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাঁদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
২৮ জানুয়ারি এই চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। আপিলের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন আপিল গ্রহণ করা হলো এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের জামিন দেওয়া হলো।
প্রকাশ্য ট্রাইব্যুনালে দেওয়া এই আদেশ ওই দিন এবং পরদিন দেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়। আসামিপক্ষের আইনজীবীও সাংবাদিকদের এ কথা বলেন। কিন্তু আপিলের আদেশে দেখা যায় ট্রাইব্যুনাল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ড. ইউনূসসহ চারজনকে।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন এ প্রসঙ্গে বলেন, ওই দিন ট্রাইব্যুনালে সবাই জানে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ও অন্যদের জামিন দেওয়া হয়েছে। কিন্তু আদেশে দেখা গেল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তাই জামিন স্থায়ী করার আবেদনসহ আগামী ৩ মার্চ আপিলকারীদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে।
তবে কেন এমন হলো? এ প্রসঙ্গে ব্যারিস্টার মামুন কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আর কত বলব? আমরা জামিন স্থায়ী করার আবেদন নিয়ে হাজির হব।’ তবে জামিনযোগ্য ধারায় জামিন দেওয়া হয় না। শর্তযুক্ত জামিন দেওয়া হয়। সেজন্য আর কিছু বলতে চাই না।
মামলায় ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকেই এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের অভিযোগ আনা হয়।
দুদকের মামলায় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ড. ইউনুস
এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের চার্জশিট অনুমোদনের বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি লড়াইয়ের জন্য ড. ইউনূস প্রস্তুত।
এই মামলায় সোমবার ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। মঙ্গলবার আদালতের দাখিল করার কথা বলা হলেও ওই দিন দাখিল হয়নি।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসকে হেয়প্রতিপন্ন করার জন্য, সারা বিশ্বে প্রশংসিত সামাজিক ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি করা হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূসের নিজের কোনো সম্পদ নাই, ব্যক্তিগত কোনো গাড়ি নাই।
আইনজীবী বলেন, ড. ইউনূসকে জার্মানের একজন ‘ল ইয়ার কোনো দিন তিনি দেখেননি। তিনি তাঁর সমস্ত সম্পত্তি ড. ইউনূসের নামে দান করে দিয়েছেন। উইল করে দিয়ে গেছেন। তিনি সেই টাকা এনে বাংলাদেশে একটা নার্সিং কলেজ করেছেন। কলোডিয়ান নার্সিং কলেজ। সেখানে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এই ট্রেনিং যাঁরা নেন সমস্ত নার্সদের আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে তাঁদের নিয়ে যাওয়া হয়।
এই আইনজীবী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় তো অবশ্যই আমাদের যেতে হবে। ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনাকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, আপনাকে পুলিশে নেবে, আপনাকে রিমান্ডে নেবে, উনি বলেছেন আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি আমি সমস্তটা হাসিমুখে মেনে নেব। আমি তাতে কোনো রকম পিছপা হব না।’
সে ক্ষেত্রে দুদকের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আইনি প্রক্রিয়ায় যেহেতু মামলা হয়েছে, সেটা মেনেই আমাদের আসতে হবে।’
শ্রম আইন লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ডের বিরুদ্ধে চারজনের করা আপিল মামলায় আগামী ৩ মার্চ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হতে হবে। তাঁদের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন।
২৮ জানুয়ারি এই চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। আপিলের গ্রহণযোগ্যতা শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশে বলেন আপিল গ্রহণ করা হলো এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের জামিন দেওয়া হলো।
প্রকাশ্য ট্রাইব্যুনালে দেওয়া এই আদেশ ওই দিন এবং পরদিন দেশের সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়। আসামিপক্ষের আইনজীবীও সাংবাদিকদের এ কথা বলেন। কিন্তু আপিলের আদেশে দেখা যায় ট্রাইব্যুনাল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন ড. ইউনূসসহ চারজনকে।
ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুন এ প্রসঙ্গে বলেন, ওই দিন ট্রাইব্যুনালে সবাই জানে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ও অন্যদের জামিন দেওয়া হয়েছে। কিন্তু আদেশে দেখা গেল আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তাই জামিন স্থায়ী করার আবেদনসহ আগামী ৩ মার্চ আপিলকারীদের ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে।
তবে কেন এমন হলো? এ প্রসঙ্গে ব্যারিস্টার মামুন কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আর কত বলব? আমরা জামিন স্থায়ী করার আবেদন নিয়ে হাজির হব।’ তবে জামিনযোগ্য ধারায় জামিন দেওয়া হয় না। শর্তযুক্ত জামিন দেওয়া হয়। সেজন্য আর কিছু বলতে চাই না।
মামলায় ১ জানুয়ারি ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
রায় ঘোষণার পর উচ্চ আদালতে আপিল করার শর্তে ড. ইউনূসসহ চারজনকেই এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের অভিযোগ আনা হয়।
দুদকের মামলায় আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত ড. ইউনুস
এদিকে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের চার্জশিট অনুমোদনের বিষয়ে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি লড়াইয়ের জন্য ড. ইউনূস প্রস্তুত।
এই মামলায় সোমবার ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় দুদক। মঙ্গলবার আদালতের দাখিল করার কথা বলা হলেও ওই দিন দাখিল হয়নি।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, ড. ইউনূসকে হেয়প্রতিপন্ন করার জন্য, সারা বিশ্বে প্রশংসিত সামাজিক ব্যবসাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটি করা হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূসের নিজের কোনো সম্পদ নাই, ব্যক্তিগত কোনো গাড়ি নাই।
আইনজীবী বলেন, ড. ইউনূসকে জার্মানের একজন ‘ল ইয়ার কোনো দিন তিনি দেখেননি। তিনি তাঁর সমস্ত সম্পত্তি ড. ইউনূসের নামে দান করে দিয়েছেন। উইল করে দিয়ে গেছেন। তিনি সেই টাকা এনে বাংলাদেশে একটা নার্সিং কলেজ করেছেন। কলোডিয়ান নার্সিং কলেজ। সেখানে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়। এই ট্রেনিং যাঁরা নেন সমস্ত নার্সদের আমেরিকা থেকে আরম্ভ করে সারা বিশ্বে তাঁদের নিয়ে যাওয়া হয়।
এই আইনজীবী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় তো অবশ্যই আমাদের যেতে হবে। ড. ইউনূস আইনের প্রতি শ্রদ্ধাশীল। ওনাকে আমি বলেছি আপনাকে জেলে যেতে হতে পারে, আপনাকে পুলিশে নেবে, আপনাকে রিমান্ডে নেবে, উনি বলেছেন আমি দরিদ্র মানুষের জন্য যে সংগ্রাম করে যাচ্ছি আমি সমস্তটা হাসিমুখে মেনে নেব। আমি তাতে কোনো রকম পিছপা হব না।’
সে ক্ষেত্রে দুদকের মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যাবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। আইনি প্রক্রিয়ায় যেহেতু মামলা হয়েছে, সেটা মেনেই আমাদের আসতে হবে।’
বাংলাদেশ ও জাপান পারস্পরিক আস্থা গভীর করা, উন্নয়ন কৌশলগুলো অগ্রাধিকার দেওয়া ও কৌশলগত অংশীদারত্ব সম্পূর্ণরূপে বাস্তবায়নে সম্মত হয়েছে। টোকিওতে আজ বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক পরামর্শ সভায় (এফওসি) এ ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। ট্যাগ: , জাপান, পররাষ্ট্র মন্ত্রণালয়, উন্নয়ন, সহয
৩৭ মিনিট আগেজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘রাষ্ট্র পুনর্গঠন কেবল কোনো দলের বিষয় নয়, কোনো ব্যক্তির বিষয় নয়, কোনো সংগঠনের বিষয় নয়, এটি জনগণের বিষয়।’
৪ ঘণ্টা আগেসরকারপ্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে বৈদেশিক সম্পর্কের নানা দিক সামাল দেওয়ার ক্ষেত্রে ঝামেলা তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা ও তাঁর দপ্তর মনে করছে, অন্তর্বর্তী সরকারের ধরন এবং সরকারপ্রধানের কাজের যে বৈচিত্র্য ও গতি, তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় তাল-লয় ঠিক রেখে চলতে পারছে না...
১৫ ঘণ্টা আগেসর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। এখন থেকে কোনো চাঁদাদাতা ৬০ বছর বয়স পূর্ণ করলেই তাঁর জমাকৃত অর্থের সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তোলার সুযোগ পাবেন; এটি প্রথমবারের মতো চালু হলো। পাশাপাশি প্রবাস ও প্রগতি স্কিমে মাসিক...
১৫ ঘণ্টা আগে