Ajker Patrika

আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৭
প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের শাহবাগে অবস্থান কর্মসূচি। ফাইল ছবি
প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের শাহবাগে অবস্থান কর্মসূচি। ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে উত্তীর্ণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষক পদে নিয়োগ নিয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন। আগামী রোববার চেম্বার আদালতে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার আবারও ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছিলেন চাকরিপ্রত্যাশীরা। দুপুরে পুলিশ তাঁদের জলকামান ব্যবহার করে সরিয়ে দেয়।

৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে রায় দেন। এর আগে ৩০ প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

২০২৩ সালের ১৪ জুনের বিজ্ঞপ্তি অনুযায়ী তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনকে নির্বাচন করে গত বছরের ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। আর ১১ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ-সংক্রান্ত আদেশ জারি করে। ওই নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসরণ করা হয়। যাতে নারী কোটা ৬০ শতাংশ, পোষ্য কোটা ২০ শতাংশ, ৪ শতাংশ অন্যান্য কোটা ছিল। পরে ওই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত ৩০ প্রার্থী গত রিট করেন। রিটের প্রাথমিক শুনানির পর রুল দিয়ে নিয়োগ কার্যক্রম স্থগিত করেন।

এর পর থেকে নিয়োগপ্রত্যাশীরা চূড়ান্ত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করে আসছেন। ১১ ফেব্রুয়ারি আন্দোলনকারীদের ছয় সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা দাবি করেন, ফলপ্রসূ আলোচনা না হওয়ায় তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত