Ajker Patrika

ড. ইউনূসের রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রসচিব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ২০: ০৪
ড. ইউনূসের রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না: পররাষ্ট্রসচিব

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডের রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব। 

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালত ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলে ইউনূসের অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। এই রায় তাঁদের ক্ষুব্ধ করবে কি না— এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘কারাদণ্ডের এই রায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

পররাষ্ট্রসচিব বলেন, ‘কোনো ব্যক্তির বিষয় রাষ্ট্রীয় সম্পর্ককে প্রভাবিত করতে পারে না। এটি একটি আইনি সমস্যা। তাঁর (ইউনূস) আপিলের সুযোগ আছে। তিনি জামিনও পেয়েছেন।’

এর বাইরে বিচারাধীন বিষয়টি নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকার করেন পররাষ্ট্রসচিব। 

ড. ইউনূস রায়ের পর সাংবাদিকদের কাছে দাবি করেন, দোষ না করেও তিনি শাস্তি পেলেন। 

একই রায়ে সাজা পাওয়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান। 

আদালত শ্রম আইনের ৩০৩ ধারার তিন উপধারায় দোষী সাব্যস্ত করে চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এই ধারায় কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ১০ দিনের কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়। 

অন্যদিকে শ্রম আইনের ৩০৭ ধারায় প্রত্যেককে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই টাকা পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিন কারা ভোগ করতে হবে বলে রায়ে বলা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত