নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন রাজনৈতিক দলের আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল সময় বাড়ানোর দাবিতে ইসি সচিবের কাছে এক চিঠি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইসি।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। তিনি বলেন, ২০টি নতুন দল বিভিন্ন মেয়াদে সময় বাড়ানোর আবেদন করেছে। আর সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।
ইসির আগের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২০ এপ্রিল নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদনের শেষ দিন ছিল।
এর আগে গত বৃহস্পতিবার নতুন দলের নিবন্ধনের জন্য ৯০ দিন সময় চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে এক চিঠি দেয় এনসিপি। ওই চিঠিতে এনসিপি উল্লেখ করে, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ও ব্যক্তিদের নিয়োগ বিতর্কিত ২০২২ সালের আইন অনুসারে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক।
এই অবস্থায় অবিলম্বে নির্বাচন কমিশনসংক্রান্ত মৌলিক সংস্কারসাধন ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অন্যূন ৯০ দিন বর্ধিতকরণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের একান্ত সচিব আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
নতুন রাজনৈতিক দলের আবেদনের সময় দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল সময় বাড়ানোর দাবিতে ইসি সচিবের কাছে এক চিঠি দেওয়ার পর এমন সিদ্ধান্ত নিল ইসি।
আজ রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করে এনসিপির প্রতিনিধিদল।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। তিনি বলেন, ২০টি নতুন দল বিভিন্ন মেয়াদে সময় বাড়ানোর আবেদন করেছে। আর সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে।
ইসির আগের ঘোষিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ ২০ এপ্রিল নতুন দলের নিবন্ধন চেয়ে আবেদনের শেষ দিন ছিল।
এর আগে গত বৃহস্পতিবার নতুন দলের নিবন্ধনের জন্য ৯০ দিন সময় চেয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিবকে এক চিঠি দেয় এনসিপি। ওই চিঠিতে এনসিপি উল্লেখ করে, নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো ও ব্যক্তিদের নিয়োগ বিতর্কিত ২০২২ সালের আইন অনুসারে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে। এ নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব, রাজনৈতিক প্রভাব ও নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করছে। মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করাও আবশ্যক।
এই অবস্থায় অবিলম্বে নির্বাচন কমিশনসংক্রান্ত মৌলিক সংস্কারসাধন ও নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অন্যূন ৯০ দিন বর্ধিতকরণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের একান্ত সচিব আশরাফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ছয়টি দল আবেদন করলেও পাঁচটি দলই সময় বাড়ানোর আবেদন করেছে। একটি দল নিবন্ধনের আবেদন করলেও তা যথাযথ হয়নি। তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে।
প্রধান উপদেষ্টার সম্প্রতি চীন সফরের ফলাফল পর্যালোচনা এবং বাংলাদেশ-চীন সহযোগিতা দ্রুততর করতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা এ সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগেএজেন্সিগুলোর গাফিলতির কারণে চলতি বছর প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তির হজ পালন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এ নিয়ে ধর্ম উপদেষ্টার হুঁশিয়ারির পর তৎপরতা বাড়িয়েছে এজেন্সিগুলো। এতে অনিশ্চয়তা প্রায় কেটে গেছে। হজযাত্রীদের ভিসাপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
২ ঘণ্টা আগেজাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর মহাপরিচালক পদে (২০২৫-২৯) মেক্সিকোর প্রার্থী গ্যাব্রিয়েলা রামোস পাটিনা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি এ সাক্ষাৎ করেন। এ সময় মেক্সিকোর অনাবাসিক
৩ ঘণ্টা আগেজুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি–সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ১৮ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির...
৪ ঘণ্টা আগে