তাসনিম মহসিন, ঢাকা
করোনা পরিস্থিতির কারণে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ ছিল বাংলাদেশিদের। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করেছে দেশটি। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশি পর্যটকেরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৮ আগস্ট ইতালি সরকার একটি আদেশ জারি করে, যেখানে ৩১ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদেরও এই সুযোগ দেওয়া হয়েছে। তবে আদেশে বাংলাদেশি, ভারতীয় বা শ্রীলঙ্কার নাগরিকদের টিকা নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
ইতালিতে প্রবেশে আরোপ করা শর্তে বলা হয়েছে, ২৮ আগস্টের আগে থেকেই যাঁদের ইতালির নাগরিকত্ব রয়েছে কিন্তু বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন, তাঁদের করোনার উপসর্গ না থাকলে ইতালিতে ২৫ অক্টোবরের মধ্যে প্রবেশের সুযোগ পাবেন। সেই সঙ্গে যাঁদের ইতালিতে যাওয়ার বৈধ অনুমতি রয়েছে অথবা এর নবায়নের রসিদ রয়েছে কিন্তু বর্তমানে ইতালির বাইরে অবস্থান করেছেন, তাঁরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন। যাঁদের বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ শেষ হলেও রি-এন্ট্রি ভিসা পেয়েছেন, তাঁরা এবং নতুন ফ্যামিলি ভিসাধারীরা তাঁদের পরিবারের প্রধানের ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্স থাকা সাপেক্ষে ২৫ অক্টোবরের মধ্যে ইতালিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা, যাদের শিক্ষা-সংক্রান্ত কারণে ইতালি যাওয়া আবশ্যক, তাঁরা নতুন জারি করা আদেশ অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন।
ইতালিতে প্রবেশের জন্য যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে মোবাইলে বা প্রিন্ট করে প্যাসেঞ্জার লোকেটর ফরম বহন করতে হবে। ইতালিতেে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করা করোনার নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। ইতালিতে প্রবেশের পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। প্যাসেঞ্জার লোকেটর ফরমে উল্লেখ করা সুনির্দিষ্ট স্থানে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে এবং এরপর আবারও করোনার পরীক্ষা করানো হবে।
এর বাইরে যাঁরা ইতালিতে প্রবেশ করতে চান, তাঁরা এই মুহূর্তে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি প্রয়োজনে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ইতালিতে প্রবেশ করা যাবে। ২৫ অক্টোবর পর্যন্ত সিজনাল, ননসিজনাল কাজের ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা নতুন আদেশের সুবিধার আওতায় পড়বে না।
করোনা পরিস্থিতির কারণে ইতালিতে প্রবেশ নিষিদ্ধ ছিল বাংলাদেশিদের। সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে শিথিল করেছে দেশটি। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশ করতে পারবেন বাংলাদেশিরা। তবে এই সময়ের মধ্যে বাংলাদেশি পর্যটকেরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। আজ বৃহস্পতিবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৮ আগস্ট ইতালি সরকার একটি আদেশ জারি করে, যেখানে ৩১ আগস্ট থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে। তবে এই সুযোগ দেওয়া হয়েছে শর্তসাপেক্ষে। বাংলাদেশের পাশাপাশি ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদেরও এই সুযোগ দেওয়া হয়েছে। তবে আদেশে বাংলাদেশি, ভারতীয় বা শ্রীলঙ্কার নাগরিকদের টিকা নেওয়া বা না নেওয়ার বিষয়ে কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
ইতালিতে প্রবেশে আরোপ করা শর্তে বলা হয়েছে, ২৮ আগস্টের আগে থেকেই যাঁদের ইতালির নাগরিকত্ব রয়েছে কিন্তু বর্তমানে দেশটির বাইরে অবস্থান করছেন, তাঁদের করোনার উপসর্গ না থাকলে ইতালিতে ২৫ অক্টোবরের মধ্যে প্রবেশের সুযোগ পাবেন। সেই সঙ্গে যাঁদের ইতালিতে যাওয়ার বৈধ অনুমতি রয়েছে অথবা এর নবায়নের রসিদ রয়েছে কিন্তু বর্তমানে ইতালির বাইরে অবস্থান করেছেন, তাঁরাও দেশটিতে প্রবেশ করতে পারবেন। যাঁদের বৈধভাবে থাকার অনুমতির মেয়াদ শেষ হলেও রি-এন্ট্রি ভিসা পেয়েছেন, তাঁরা এবং নতুন ফ্যামিলি ভিসাধারীরা তাঁদের পরিবারের প্রধানের ২৮ আগস্টের আগে ইতালিতে রেসিডেন্স থাকা সাপেক্ষে ২৫ অক্টোবরের মধ্যে ইতালিতে প্রবেশ করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থীরা, যাদের শিক্ষা-সংক্রান্ত কারণে ইতালি যাওয়া আবশ্যক, তাঁরা নতুন জারি করা আদেশ অনুযায়ী ২৫ অক্টোবর পর্যন্ত ইতালিতে প্রবেশের সুযোগ পাবেন।
ইতালিতে প্রবেশের জন্য যাত্রীদের উড়োজাহাজে ওঠার আগে মোবাইলে বা প্রিন্ট করে প্যাসেঞ্জার লোকেটর ফরম বহন করতে হবে। ইতালিতেে প্রবেশের ৭২ ঘণ্টা আগে করা করোনার নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে। ইতালিতে প্রবেশের পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে। প্যাসেঞ্জার লোকেটর ফরমে উল্লেখ করা সুনির্দিষ্ট স্থানে ১০ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে এবং এরপর আবারও করোনার পরীক্ষা করানো হবে।
এর বাইরে যাঁরা ইতালিতে প্রবেশ করতে চান, তাঁরা এই মুহূর্তে দেশটিতে প্রবেশ করতে পারবেন না। তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। তবে জরুরি প্রয়োজনে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ইতালিতে প্রবেশ করা যাবে। ২৫ অক্টোবর পর্যন্ত সিজনাল, ননসিজনাল কাজের ভিসা, ভিজিট বা টুরিস্ট ভিসা নতুন আদেশের সুবিধার আওতায় পড়বে না।
স্বাধীনতা পুরস্কার প্রত্যাখ্যান করেছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি..
১ ঘণ্টা আগেসেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেভ্রমণ কর জালিয়াতির অভিযোগে আজ বৃহস্পতিবার যশোরের বেনাপোল বন্দরে আটক হয়েছেন ছয় ভারতীয় পাসপোর্টধারী। তবে পরবর্তীকালে আর এ ধরনের অপরাধ করবেন না—এমন মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে বেনাপোল পোর্ট থানার পুলিশ ছয়জনকে আটক করে কাস্টমসের কাছে সোপর্দ করে।
৪ ঘণ্টা আগেনারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে শ্রম ইস্যুতে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা...
৪ ঘণ্টা আগে