Ajker Patrika

সস্ত্রীক জাপান সফরে যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৫, ১৭: ০৪
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা 	শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও তাঁর স্ত্রী ১১ থেকে ১২ মে জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জাপানের ওসাকায় চলমান ‘এক্সপো ২০২৫’ প্রদর্শনীতে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন উপদেষ্টা বশির ও তাঁর স্ত্রী। তাঁরা জাতীয় দিবস উপলক্ষে আয়োজন করা বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রমে অংশ নেবেন।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে বলে আশা করছে দুই দেশ।

এক্সপো ২০২৫ হলো একটি আন্তর্জাতিক প্রদর্শনী, যা প্রতি পাঁচ বছর পরপর অনুষ্ঠিত হয় এবং বিশ্বের বিভিন্ন দেশ এতে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলো তাদের উন্নয়ন, উদ্ভাবন, সংস্কৃতি ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে। এবারের এক্সপোতে বাংলাদেশসহ উন্নয়নশীল ও উন্নত দেশগুলো তাদের প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, টেকসই উন্নয়ন ও সংস্কৃতিবিষয়ক উদ্যোগ প্রদর্শন করবে।

গত ১৩ এপ্রিল শুরু হওয়া ৬ মাসব্যাপী এই প্রদর্শনী চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত