Ajker Patrika

২৩ দিনে ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৩ দিনে ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়াল

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমাগতই বেড়ে চলেছে। আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়াচ্ছে। চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী দুই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন রেকর্ড হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই চিত্র পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ২৩ দিনে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ১১২ জন। আর জুলাই মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত হয়েছিল এক হাজার ৫৭১ জন। গত মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ছিল ৭৩৭ জন। আর এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এদের মধ্যে জুনে একজন, জুলাইতে ৯ জন ও আগস্টের ২৩ দিনে ৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৫৩ জন। যা এ বছরে সর্বোচ্চ। এদের মধ্যে ঢাকায় ১০৭ জন এবং বাইরে ৪৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫১৬ জন রোগী। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৩০ জন এবং বাইরে ৮৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৭৭২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন চার হাজার ২৩৭ জন। ঢাকায় ভর্তি হয়েছেন তিন হাজার ৯৬৪ জন এবং ছাড়পত্র নিয়েছেন তিন হাজার ৫২৫ জন। ঢাকার বাইরে মোট রোগী শনাক্ত হয়েছে ৮০৮ জন। এদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৭১২ জন।

কীটতত্ত্ববিদেরা আগেই ধারণা করেছিলেন আগস্ট-সেপ্টেম্বরে ডেঙ্গু সর্বোচ্চ চূড়ায় উঠবে। দেশে চলতি মাসে প্রতিদিন গড়ে প্রায় ৯২ জনের মতো রোগী শনাক্ত হচ্ছে।

কীটতত্ত্ববিদেরা বলছেন, এ জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে সরকারকে। যেসব এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেখানে সাঁড়াশি অভিযান চালিয়ে দ্রুত মশা মারতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত