Ajker Patrika

ইসির সংলাপে খালেদার জামিন চাইলেন জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৫: ২৪
ইসির সংলাপে খালেদার জামিন চাইলেন জাফরুল্লাহ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংলাপের শেষ দিকে নিজের বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন। 
 
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদার মামলার কোনো ফয়সালা হয়নি। ছয় মাস করে জামিন দেওয়া হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, এসব ছয় মাস-টয় মাসের খেলা বন্ধ করা উচিত। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার। 
 
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে প্রথম দফায় রোববার (১৩ মার্চ) জাতীয় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফার সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৮ জন। তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। 

গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’ 

অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত