নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংলাপের শেষ দিকে নিজের বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদার মামলার কোনো ফয়সালা হয়নি। ছয় মাস করে জামিন দেওয়া হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, এসব ছয় মাস-টয় মাসের খেলা বন্ধ করা উচিত। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার।
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে প্রথম দফায় রোববার (১৩ মার্চ) জাতীয় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফার সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৮ জন। তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’
অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংলাপের শেষ দিকে নিজের বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদার মামলার কোনো ফয়সালা হয়নি। ছয় মাস করে জামিন দেওয়া হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, এসব ছয় মাস-টয় মাসের খেলা বন্ধ করা উচিত। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার।
দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে প্রথম দফায় রোববার (১৩ মার্চ) জাতীয় নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দফার সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৮ জন। তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
গতকাল সোমবার ইসি জানায়, বৈঠকের অংশ হিসেবে এরই মধ্যে ৩৯ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে সংস্থাটির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে অবাধ ও সুষ্ঠু করা যায়, সে বিষয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করে পরামর্শ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সংলাপের আয়োজন করা হয়েছে।’
অশোক কুমার আরও জানান, পর্যায়ক্রমে রাজনীতিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
১ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
২ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
২ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৩ ঘণ্টা আগে