নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভূমির কারণেই বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালীরা ভূমি ও সম্পদ দখল করে নিচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে একটি কর্মশালায় এ কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অলায়েন্স ডিফেন্ডিং ফ্রিডম ইন্টারন্যাশনাল এশিয়া অঞ্চলের উপদেষ্টা পরিচালক তাহমিনা আরোরা।
ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতার ওপর এই কর্মশালার আয়োজন করা হয়।
তাহমিনা আরোরা বলেন, ‘বাংলাদেশে যতগুলো কেস স্টাডি আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালীরা তাঁদের ভূমি ও সম্পদ দখল করে নিচ্ছে। এটি খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের নির্যাতনের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রভাবশালী, এমনকি অনেক জনপ্রতিনিধিও এতে যুক্ত হচ্ছেন। এই নির্যাতন বন্ধ করতে না পারলে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করা যাবে না। এর জন্য ঐক্যবদ্ধভাবে আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
এ সময় গাইবান্ধা থেকে আসা সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমান বাস্কে বলেন, ‘২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতালদের ওপর পুলিশ হামলা চালায়। এ পর্যন্ত ৯টি মামলা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। ১৯৫৬ সালে চুক্তি অনুযায়ী চিনিকলের জন্য অধিগ্রহণ করা হয়। ওই চুক্তি অনুযায়ী ২০০৪ সালে চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ১ হাজার ৮৪২ একর জমি সাঁওতালদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি লঙ্ঘন করে প্রশাসন ও কর্তৃপক্ষ আমাদের হয়রানি করছে। আমরা এর অবসান চাই।’
বাংলাদেশ খ্রিষ্টান ল ইয়ার অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য খ্রিষ্টান সংগঠনগুলোকে আরো বেশি সংগঠিত হতে হবে। যখন কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় তখন দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সক্রিয় ভূমিকা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। নির্যাতিতরা বা তাদের পক্ষে তাদের সংগঠনও আমাদের এসব তথ্য জানাতে পারে। আমাদের সংগঠন এক্ষেত্রে সব ধরনের আইনি সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিএফবির রিলিজিয়াস ফ্রিডমন কমিশন বিনয় ত্রিপুরা, টমাস জহির উদ্দিন প্রমুখ।
ভূমির কারণেই বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। তাদের দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালীরা ভূমি ও সম্পদ দখল করে নিচ্ছে।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে একটি কর্মশালায় এ কথা বলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অলায়েন্স ডিফেন্ডিং ফ্রিডম ইন্টারন্যাশনাল এশিয়া অঞ্চলের উপদেষ্টা পরিচালক তাহমিনা আরোরা।
ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে ধর্মীয় স্বাধীনতার ওপর এই কর্মশালার আয়োজন করা হয়।
তাহমিনা আরোরা বলেন, ‘বাংলাদেশে যতগুলো কেস স্টাডি আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে প্রভাবশালীরা তাঁদের ভূমি ও সম্পদ দখল করে নিচ্ছে। এটি খ্রিষ্টানসহ অন্য সংখ্যালঘুদের নির্যাতনের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। রাজনৈতিক প্রভাবশালী, এমনকি অনেক জনপ্রতিনিধিও এতে যুক্ত হচ্ছেন। এই নির্যাতন বন্ধ করতে না পারলে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা করা যাবে না। এর জন্য ঐক্যবদ্ধভাবে আরো জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
এ সময় গাইবান্ধা থেকে আসা সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমান বাস্কে বলেন, ‘২০১৬ সালের ৬ নভেম্বর গাইবান্ধায় সাঁওতালদের ওপর পুলিশ হামলা চালায়। এ পর্যন্ত ৯টি মামলা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। ১৯৫৬ সালে চুক্তি অনুযায়ী চিনিকলের জন্য অধিগ্রহণ করা হয়। ওই চুক্তি অনুযায়ী ২০০৪ সালে চিনিকল বন্ধ হয়ে যাওয়ার পর ১ হাজার ৮৪২ একর জমি সাঁওতালদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি লঙ্ঘন করে প্রশাসন ও কর্তৃপক্ষ আমাদের হয়রানি করছে। আমরা এর অবসান চাই।’
বাংলাদেশ খ্রিষ্টান ল ইয়ার অ্যাসোসিয়েশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, ‘সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার জন্য খ্রিষ্টান সংগঠনগুলোকে আরো বেশি সংগঠিত হতে হবে। যখন কোনো সংখ্যালঘু নির্যাতনের শিকার হয় তখন দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং সক্রিয় ভূমিকা নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। নির্যাতিতরা বা তাদের পক্ষে তাদের সংগঠনও আমাদের এসব তথ্য জানাতে পারে। আমাদের সংগঠন এক্ষেত্রে সব ধরনের আইনি সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়াবে।’
কর্মশালায় উপস্থিত ছিলেন এনসিএফবির রিলিজিয়াস ফ্রিডমন কমিশন বিনয় ত্রিপুরা, টমাস জহির উদ্দিন প্রমুখ।
বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া প্রণয়ন শেষে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সব ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবারই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদী কমিশন। রাষ্ট্রব্যবস্থা সংস্কারের যে বিষয়গুলোয় রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেগুলোই অন্তর্ভুক্ত করা হবে জুলাই সনদে।
৮ ঘণ্টা আগেআওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যা, গুম, হামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার অভিযান শুরু হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে এখনো বিশেষ অভিযানে প্রতিদিন এক-দেড় হাজার আসামিকে গ্রেপ্তার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব আসামিকে পাঠানো হচ্ছে কারাগারে।
৮ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের ৮০০ কোটি টাকার কাজ বাকি রেখে উধাও হয়েছেন ১৬ ঠিকাদার। তাঁরা কাজ না করে আগেভাগে বিল তুলে ৫ আগস্টের পর থেকে পলাতক। ফলে রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট এবং বগুড়ায় সেচের সুবিধার্থে নেওয়া এ প্রকল্পের তিনটি সেক্টরের মধ্যে একটির কাজ বন্ধ রয়েছে।
৮ ঘণ্টা আগেবোরোর সংগ্রহ আশানুরূপ হওয়ার দেশের সরকারি গুদামে খাদ্যদ্রব্যের মজুত এখন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সরকারি গুদামগুলোতে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত ধান, চাল ও গম—এই তিন ধরনের খাদ্যের মজুত দাঁড়িয়েছে রেকর্ড ২০ লাখ ৭৩ হাজার টনে।
৮ ঘণ্টা আগে