নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন
ছিনতাই হওয়ার ৫০ দিন পর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ফোন উদ্ধার করেছে পুলিশ। ফোনটি উদ্ধার করায় পুলিশকে ধন্যবাদ দিয়ে মন্ত্রী বলেন, ‘আমার চাইতে আমার মোবাইল ফোনটা বেশি জনপ্রিয়। আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল। অনেকে খোঁজ খবর নিয়েছেন। পুলিশ বাহিনীকে ধন্যবাদ, তাঁরা শেষ পর্যন্ত আবার ফোনটি আমার হাতে এনে দিতে পেরেছেন।’
নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সংবর্ধনা উপলক্ষে সোমবার (১৯ জুলাই) এনইসি সম্মেলনে কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
ফোনটি পরিকল্পনামন্ত্রীর অনেক প্রিয় জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ছেলে এটি উপহার দিয়েছিল। আমার বিশ্বাস ছিল ফোনটা পাওয়া যাবে। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এই জন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁরা চমৎকার কাজ করেছেন, যার ফলে আমি ফোনটি ফিরে পেয়েছি।’
উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মন্ত্রীর ব্যবহৃত আইফোনটি উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়। গত ৩০ মে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসা থাকা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে তাঁর আইফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী। এ ঘটনায় কাফরুল থানায় মামলা করেন পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবীর।
মামলার এজাহারে বলা হয়, পরিকল্পনামন্ত্রী রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে অফিস থেকে সরকারি গাড়িতে করে বেইলি রোডে নিজ বাসার উদ্দেশে রওনা হন। বিজয় সরণি ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে মন্ত্রী গাড়ির জানালা খুলে মুঠোফোনে কথা বলছিলেন। ওই সময় অজ্ঞাতনামা এক চোর মন্ত্রীর ব্যবহৃত মোবাইলটি (আইফোন এক্স) হাত থেকে টান মেরে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। গাড়িতে বসা মন্ত্রীর গানম্যান ওই ছিনতাইকারীকে ধাওয়া করলেও তাঁকে ধরা যায়নি।
পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।
আরও পড়ুন:
যেভাবে উদ্ধার হলো মন্ত্রীর ফোন
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৩ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৪ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৫ ঘণ্টা আগে