নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্স। তবে কাঁচামাল না থাকায় ট্রায়ালে যেতে অন্তত দুই থেকে তিন মাস লেগে যেতে পারে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর ওপর এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে।
আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
এর আগে প্রাণী দেহে সফলভাবে ট্রায়াল চালানোর পর গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে ট্রায়ালের অনুমোদন দিলেও ঝুলিয়ে রাখে সরকারের আরেক সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। দীর্ঘ আট মাস পর এবার ডিজিডিএরও অনুমোদন পেল গ্লোব বায়োটেক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বানরের দেহে চালানো বঙ্গভ্যাক্স পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন গত বছরের ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেওয়া হয়। একই সঙ্গে বিএমআরসির তৃতীয় ও সর্বশেষ চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর বিএমআরসির ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির সভায় মানবদেহে ট্রায়ালের অনুমোদন দেয়। এবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের জন্য এক দিন পর ২৫ নভেম্বর আবেদন করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় আট মাস অজানা কারণে সেখানে ঝুলে রাখা হয়। অবশেষে রোববার সেই ছাড়পত্র দিল সরকারি সংস্থাটি।
ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘অনেক আগেই বিএমআরসি থেকে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক ছাড়পত্র পেলেও অজানা কারণে ওষুধ প্রশাসন সেটি ঝুলে রাখে। এতে করে আমাদের প্রয়োজনীয় কাঁচামাল নষ্ট হয়ে যায়। এখন নতুন করে সেগুলো আনতে হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে ট্রায়ালে যাব আমরা। এতে অন্তত দুই-তিন মাস লেগে যেতে পারে। বিএসএমএমইউ হাসপাতালের ৬০ জনের দেহে এটির পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।’
গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছে তারা।
নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র পেয়েছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের কোভিড টিকা বঙ্গভ্যাক্স। তবে কাঁচামাল না থাকায় ট্রায়ালে যেতে অন্তত দুই থেকে তিন মাস লেগে যেতে পারে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর ওপর এই পরীক্ষামূলক প্রয়োগ চালানো হবে।
আজ রোববার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন গ্লোব বায়োটেকের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন।
এর আগে প্রাণী দেহে সফলভাবে ট্রায়াল চালানোর পর গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) মানবদেহে ট্রায়ালের অনুমোদন দিলেও ঝুলিয়ে রাখে সরকারের আরেক সংস্থা ওষুধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। দীর্ঘ আট মাস পর এবার ডিজিডিএরও অনুমোদন পেল গ্লোব বায়োটেক।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বানরের দেহে চালানো বঙ্গভ্যাক্স পরীক্ষার ফলাফল সম্পর্কিত প্রতিবেদন গত বছরের ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেওয়া হয়। একই সঙ্গে বিএমআরসির তৃতীয় ও সর্বশেষ চিঠির সব প্রশ্নের জবাবও দেওয়া হয়। পরে গত ২৩ নভেম্বর বিএমআরসির ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটির সভায় মানবদেহে ট্রায়ালের অনুমোদন দেয়। এবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের জন্য এক দিন পর ২৫ নভেম্বর আবেদন করা হয়। কিন্তু দীর্ঘ প্রায় আট মাস অজানা কারণে সেখানে ঝুলে রাখা হয়। অবশেষে রোববার সেই ছাড়পত্র দিল সরকারি সংস্থাটি।
ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘অনেক আগেই বিএমআরসি থেকে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক ছাড়পত্র পেলেও অজানা কারণে ওষুধ প্রশাসন সেটি ঝুলে রাখে। এতে করে আমাদের প্রয়োজনীয় কাঁচামাল নষ্ট হয়ে যায়। এখন নতুন করে সেগুলো আনতে হবে। এরপর আনুষঙ্গিক প্রস্তুতি শেষ করে ট্রায়ালে যাব আমরা। এতে অন্তত দুই-তিন মাস লেগে যেতে পারে। বিএসএমএমইউ হাসপাতালের ৬০ জনের দেহে এটির পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত হয়েছে।
মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল থাকায় এবং বানরের পরীক্ষায় বঙ্গভ্যাক্স সম্পূর্ণ নিরাপদ এবং শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। ফলে আমরা খুবই আশাবাদী যে, বঙ্গভ্যাক্স মানবদেহেও অনুরূপভাবে কাজ করবে।’
গ্লোব বায়োটেকের দাবি, করোনা সংক্রমণ প্রতিরোধে বঙ্গভ্যাক্স অতি সংক্রমণশীল ডেল্টাসহ সব ধরন মোকাবিলায় কার্যকর। বানরের শরীরে পরীক্ষামূলক প্রয়োগে এই কার্যকারিতার প্রমাণ পেয়েছে তারা।
বাস্তবায়ন আদেশের বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত না হয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির এমন সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
১ ঘণ্টা আগেবাণিজ্য-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সুপ্রিম কোর্ট এ বিষয়ে প্রস্তাব ও আইনের খসড়া পাঠানোর পর আইন মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, বাণিজ্যিক আদালত গঠন করে আইন মন্ত্রণালয় শিগগির প্রজ্ঞাপন জারি করবে।
১৩ ঘণ্টা আগেচূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ-২০২৫। এখন সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর করাটাই শুধু বাকি। কিন্তু এই পর্যায়ে এসে শেষ সময়ের কাজটুকু সমাধা হওয়া নিয়েই দেখা দেয় গুরুতর সংকট। সংকট সমাধানের উপায় খুঁজতে গতকাল বুধবার দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের...
১৩ ঘণ্টা আগেপশ্চিমাঞ্চল রেলওয়ে অফিস ৫০টি ভিআইপি পর্দা কিনতে ৪৪ লাখ ৪১ হাজার ৩০০ টাকা খরচ দেখিয়েছে। সেই হিসাবে একটি পর্দার দাম পড়েছে ৮৮ হাজার ৮২৬ টাকা। শুধু তাই নয়, বাজারে একটি তালার দাম ১৭৩ টাকা; অথচ সেটি কেনা হয়েছে ৫ হাজার ৫৯০ টাকায়। তেমনি ২৬০ টাকার বালতি ১ হাজার ৮৯০ এবং ৯৮ টাকার ঝাড়ু ১ হাজার ৪৪০ টাকায়...
১৪ ঘণ্টা আগে