Ajker Patrika

ফের বিসিবিতে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবি ভবন। ছবি: সংগৃহীত
বিসিবি ভবন। ছবি: সংগৃহীত

বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি ও তৃতীয় বিভাগ বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতাসহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ শনিবার দুপুর ১টার দিকে এই অভিযান শুরু করেছে। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ আজকের পত্রিকাকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযানটি পরিচালনা করছে।

এর আগে গত ১৬ এপ্রিল মুজিব শতবর্ষের অনুষ্ঠান আয়োজনে প্রায় ১৯ কোটি টাকা দুর্নীতির অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবির কার্যালয়ে অভিযান চালায় দুদক। এসব অভিযানে অভিযোগের নথিপত্র সংগ্রহ করে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি, সংসদীয় আসন কিশোরগঞ্জ-৬ এর সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের দুর্নীতির অনুসন্ধানে শুরু করে বিসিবি। তার ধারাবাহিকতায় বিসিবিতে ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠায় সংস্থাটি

পাপনের দুর্নীতি অনুসন্ধানে দুদকের দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

দুদকের অভিযোগে বলা হয়েছে, নাজমুল হাসান পাপন বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত